বিক্রম ব্যানার্জী, কলকাতা: বুমরাহ বিশ্রামে, তাই হয়তো তাঁর দায়িত্বটা বেড়ে গিয়েছিল ভারতীয় দলের প্রতি। আর সে কারণেই ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে কার্যত একার কাঁধেই ইংলিশ বাহিনীকে রোধ করার দায়ভার নিয়েছিলেন তিনি। সেই মতোই নিজের বোলিং আক্রমণে ইংরেজদের বেঁধে ফেলেছিলেন সিরাজ।
পঞ্চম টেস্টের প্রথম ইনিংসের পর দ্বিতীয় পর্বেও প্রতিপক্ষের ঘাম ছুটিয়ে দলের মর্যাদা বাঁচিয়েছিলেন তিনি। আর সে কারণেই গতকাল প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন মহম্মদ সিরাজ। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, ম্যাচ সেরা হিসেবে দুটি পুরস্কারের বদলে মাত্র একটি প্রাইজ নিয়েছিলেন ভারতীয় তারকা। কিন্তু কেন? ঠিক কোন কারণে দ্বিতীয় পুরস্কারটি প্রত্যাখ্যান করেন সিরাজ?
এই পুরষ্কারটি প্রত্যাখ্যান করেন মহম্মদ সিরাজ
ইংলিশ বাহিনীর বিরুদ্ধে অন্যান্য টেস্টের পাশাপাশি পঞ্চম টেস্টের প্রথম এবং দ্বিতীয় উভয় ইনিংসেই নিজের পেস বোলিংয়ে আগুন ঝরিয়েছিলেন ভারতের তারকা পেসার মহম্মদ সিরাজ। সেই মতো ইংল্যান্ডকে পরাস্ত করে পরিশ্রমের ফলও হাতেনাতে পেয়েছেন তিনি।
আসলে, পঞ্চম অর্থাৎ শেষ টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে 4 উইকেট তুলেছিলেন সিরাজ। এরপর দ্বিতীয় ইনিংসেও প্রতিপক্ষের আত্মবিশ্বাস চূর্ণ করে 5টি উইকেট তুলে নেন তিনি। আর তাতেই গুঁড়িয়ে যায় ইংল্যান্ড ব্রিগেড। আর এমন কীর্তির পরই প্লেয়ার অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন সিরাজ।
অবশ্যই পড়ুন: গম্ভীরের এই ৩ সিদ্ধান্তেই বাজিমাত টিম ইন্ডিয়ার
পরবর্তীতে নিয়ম অনুযায়ী, ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার পেয়েছিলেন ভারতীয় ক্রিকেটার। তবে সাধারণত কোনও সিরিজে প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কার জেতা, ক্রিকেটারের হাতে একটি শ্যাম্পেনের বোতল তুলে দেওয়া হয়। সিরাজের ক্ষেত্রেও সেই নিয়ম প্রযোজ্য ছিল।
তবে অবাক করা বিষয়, সিরাজ শুধুমাত্র পদকটি নেন এবং শ্যাম্পেনের বোতলটি প্রত্যাখ্যান করেন তিনি। কিন্তু কেন? TV 9-এর রিপোর্ট অনুযায়ী, মূলত ধর্মীয় বিশ্বাসের কারণেই ওই শ্যাম্পেনের বোতলটি নেননি সিরাজ। বলা বাহুল্য, ইসলাম ধর্মে সুরা জাতীয় দ্রব্য সাধারণত হারাম হিসেবে বিবেচিত হয়।