ফটো, ভিডিও কপি-পেস্ট করলে কমবে রিচ, প্রভাব পড়বে মনিটাইজেশনে! নয়া নিয়ম ফেসবুকের

সৌভিক মুখার্জী, কলকাতা: যদি আপনি ফেসবুকে নিয়মিত ছবি বা ভিডিও পোস্ট করে থাকেন, তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্যই। কারণ, Meta-র মালিকানাধীন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক এবার কন্টেন্ট পলিসিতে (Facebook Policy) বিরাট পরিবর্তন আনছে।

অনেকেই বর্তমানে অন্যের তোলা ছবি বা ভিডিও কিংবা লেখা কপি-পেস্ট করে নিজের নামে চালিয়ে নিচ্ছে। এমনকি মূল ক্রিয়েটরকে না জানিয়েই কনটেন্টকে নিজেদের বলে চালিয়ে মোটা অংকের টাকাও ইনকাম করে নিচ্ছে। আর এই প্রবণতাকে রুখতেই এবার বিরাট পদক্ষেপ নিচ্ছে ফেসবুক। 

কী বলেছে ফেসবুক?

সম্প্রতি ফেসবুক তাদের অফিসিয়াল ব্লক পোস্ট মারফত জানিয়েছে, এবার থেকে আর অন্যের কনটেন্ট কপি করে নিজের নামে চালানো যাবে না। যারা এই কাজ করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নেওয়া হবে। মূলত স্প্যাম অ্যাকাউন্ট বা অনৈতিক রিপোর্ট পোস্টিং বন্ধ করার জন্যই এই নতুন উদ্যোগ।

Meta স্পষ্ট জানিয়ে দিয়েছে, “আমরা চাই, আমাদের প্ল্যাটফর্মে এমন কনটেন্ট চালানো হোক, যেটা একেবারে আসল এবং কারোর থেকে কপি করা না হয়। একজন ক্রিয়েটরের চিন্তাভাবনা সবসময়ই যেন সঠিকভাবেই পৌঁছয় দর্শকদের কাছে।”

ভুল করলে কেমন শাস্তি দেওয়া হবে?

যারা বারবার অন্যের ভিডিও, ছবি কিংবা লেখা নিজের নামে পোস্ট করছে, তাদের জন্য এবার কড়া সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক। হ্যাঁ, প্রথমত তাদের কিছুদিনের জন্য মনিটাইজেশন বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ, এই সময় তাদের কনটেন্ট থেকে কোনোরকম আয় হবে না। দ্বিতীয়ত, তাদের অ্যাকাউন্টের রিচ বা ডিস্ট্রিবিউশন কমিয়ে দেওয়া হবে। ফলে তাদের পোস্ট ফলোয়ারদের কাছে ঠিকমতো পৌঁছবে না। এমনকি প্ল্যাটফর্মের ভিউ কমে যাবে, ফলে অ্যাকাউন্ট বা পেজের গ্রোথ থমকে যাবে।

ফেসবুক জানিয়েছে, ইতিমধ্যেই তারা একটি প্রযুক্তিগত পদ্ধতি চালু করছে, যা ডুপ্লিকেট কন্টেন্ট বা ভিডিওগুলিকে সহজেই চিহ্নিত করতে পারবে। আর এই ধরনের কনটেন্ট অপেক্ষাকৃত কম রিচ পাবে, যাতে মূল কন্টেন্ট ক্রিয়েটররা তাদের যোগ্য সম্মান পায়। এর পাশাপাশি পরীক্ষামূলকভাবে এমন একটি ফিচার আনা হচ্ছে, যার মাধ্যমে ডুপ্লিকেট ভিডিওর নীচে একটি লিংক থাকবে, যেটাতে ক্লিক করলেই ব্যবহারকারী মূল ভিডিও বা পোস্টে চলে যেতে পারবে।

আরও পড়ুনঃ শ্রমিকের অভাবে ধুঁকছে রাশিয়া, ১০ লক্ষ ভারতীয় কর্মী নিয়োগের পথে মস্কো

পরিসংখ্যান কী বলছে?

জানা গিয়েছে, 2025 সালের প্রথম দিকেই Meta প্রায় 5 লক্ষ অ্যাকাউন্টের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে, যারা স্প্যাম বা অন্যের কনটেন্ট চুরি করে নিজের পেজে চালাচ্ছিল। আর সেই সঙ্গে 1 কোটির বেশি প্রোফাইল ডিলিট করে দেওয়া হয়েছে, যাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র কপি-পেস্ট কন্টেন্ট।

বর্তমান সময়ে দাঁড়িয়ে ফেসবুক শুধু বিনোদনের জায়গা নয়, বরং অনেকের আয়ের মূল উৎস। আর এই সুযোগকে অপব্যবহার করলেই পোহাতে হতে পারে ঝামেলা। তাই যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, তারা আজ থেকেই অন্যের ভিডিও বা ফটো কপি পেস্ট করা বন্ধ করুন এবং নিজের ক্রিয়েটিভিটি দিয়েই কাজ করুন।

Leave a Comment