ফাঁকা জিমে বান্ধবীকে কোলে তুলে…. হার্দিক পান্ডিয়ার জীবনের রঙিন মুহূর্ত দেখছে নেট দুনিয়া

Hardik Pandya With Girlfriend new photo viral on social media

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফাঁকা জিমে বান্ধবী মাহিকা শর্মাকে একেবারে কোলে তুলে নিলেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya With Girlfriend)। যেই ছবি ইতিমধ্যেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে নেট দুনিয়ায় শিহরণ তুলেছেন ভারতীয় ক্রিকেটার। বিগত দিনগুলিতে প্রেমিকার সাথে রোম্যান্সে একেবারে মশগুল হয়ে পড়েছেন অগস্ত্যর বাবা। কখনও সমুদ্রের ধারে, কখনও আবার নির্জন এলাকায় চুপচাপ বান্ধবীর হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে হার্দিককে। এবার দেখা মিলল ফাঁকা জিমে, তাও আবার এক রঙিন মুহূর্তে!

কী চলছে হার্দিক পান্ডিয়ার জীবনে?

বিবাহ বিচ্ছেদ পর্ব কাটিয়ে দীর্ঘ সময় নিজেকে বোঝার পর এবার একেবারে খোলাখুলি প্রেমের পিরিতে বসে পড়েছেন ভারতের তারকা অলরাউন্ডার। এশিয়া কাপে চোটের পর ক্রিকেট থেকে বেশ কিছুটা সময় দূরে ছিলেন তিনি, আর সেই ফাঁকে নিজের কাছের মানুষকে নিয়ে দিব্য রয়েছেন হার্দিক পান্ডিয়া। সোশ্যাল মিডিয়ায় মাহিকার সাথে ছবি শেয়ার করতেও দ্বিধাবোধ করছেন না তারকা ক্রিকেটার। এ থেকে বোঝাই যায়, জনসমক্ষে সবটা রেখেই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুশি পান্ডিয়া।

দীর্ঘদিন পর চোট কাটিয়ে ফের 22 গজে ফিরেছেন হার্দিক। বল ব্যাট হাতে মাঠের ধুলো ওড়াচ্ছেন তিনি। সদ্য নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বেশ কিছু ছবি পোস্ট করে পান্ডিয়া লিখেছেন, ‘মাই বিগ ত্রি।’ পাশে রয়েছে নীল রঙের লাভ, ওম চিহ্ন এবং ব্যাট বলের ইমোজি। Instagram এ পোস্ট হওয়া ছবিগুলিতে দেখা যায় কোথাও ব্যাট বল হাতে অনুশীলন করছেন পান্ডিয়া, কোথায় আবার একেবারে ধার্মিক হয়েই ঈশ্বরের প্রার্থনা করছেন তিনি। একইভাবে জিমেও নিজের বান্ধবীর সাথে সময় কাটাচ্ছেন ভারতীয় ক্রিকেটার। আর সেসব ছবির মাঝেই ফাঁকা জিমে মাহিকাকে কোলে তুলে থাকা একটি ছবি ব্যাপক ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে নানান প্রতিক্রিয়া জানাচ্ছেন নেট নাগরিকরা।

 

 

View this post on Instagram

 

অবশ্যই পড়ুন: গুজরাটে জেলের মধ্যেই প্রাণঘাতী হামলা ধৃত জঙ্গি ডাক্তারের উপর! বেধড়ক মারধর

প্রসঙ্গত, বিচ্ছেদ পর্বের পর বেশ কয়েকবার সম্পর্কে জড়িয়ে ছিলেন হার্দিক পান্ডিয়া। তবে সেসব প্রসঙ্গ প্রকাশ্যে না আনলেও প্রথমবারের মতো মাহিকা শর্মার সাথে বিভিন্ন রঙিন মুহূর্তের দৃশ্য একেবারে খোলাখুলি জনসমক্ষে রাখছেন পান্ডিয়া। বান্ধবীর সাথে আলাদাভাবে সময় কাটানো থেকে শুরু করে, আদর, চুমু সহ মাখো মাখো মুহূর্তের সব দশ্যই দেখছে নেট দুনিয়া। তবে নতুন সঙ্গিনীকে কবে জীবনসঙ্গিনী বানাবেন হার্দিক, সেই অপেক্ষাতেই ভক্ত মহল।

Leave a Comment