ফাঁস হচ্ছে ব্যক্তিগত তথ্য! ৯০ দিনের মধ্যে সিম বাইন্ডিংয়ের নির্দেশ DOT-র

SIM Linked App Security Dot gave big order to app companies

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফাঁস হয়ে যাচ্ছে ব্যক্তিগত ছবি, ভিডিও সহ একাধিক তথ্য। বিভিন্ন মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টেলিগ্রামের হাত ধরে অ্যাকাউন্টে ঢুকে পড়ছেন অন্য কেউ। এবার সেসব নিয়েই ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বাঁচাতে সমস্ত অ্যাপ সংস্থাগুলিকে 90 দিনের মধ্যে সিম বাইন্ডিং প্রযুক্তি (SIM Linked App Security) চালু করার নির্দেশ দিয়ে দিল টেলিকম বিভাগ (DOT) এক কথায়, এই নির্দিষ্ট সময়সীমার মধ্যেই ব্যবহারকারীর সিম অ্যাপের সাথে সংযুক্ত করাতেই হবে।

এভাবেই তথ্য ফাঁস হওয়া রোধ করতে চায় DOT

ভারতের ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, বর্তমান সময়ে যেভাবে ব্যবহারকারীদের ফোন থেকে তথ্য পাচার হয়ে যাচ্ছে তাতে নিয়ম আরও কঠোর হওয়া প্রয়োজন। সেক্ষেত্রে কোনও স্মার্টফোনে একবার মেসেজিং অ্যাপ ইন্সটল করার পর তা ব্যবহার করা যায় কোনও রকম সিম ছাড়াই। এবার সেই নিয়মেই বদল আনতে চাইছে দেশের টেলিকম বিভাগ।

এক কথায়, সিম বাইন্ডিং এর মাধ্যমে এবার থেকে কোনও মেসেজিং অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে ফোনে নতুন সিম ইনসার্ট করে সেই নম্বর ওই অ্যাপে নথিভূক্ত করতেই হবে। এই প্রক্রিয়া ছাড়া অ্যাপ চালানো যাবে না। সেই মর্মেই, সমস্ত মেসেজিং ও ব্যাঙ্কিং অ্যাপগুলিকে আগামী 90 দিনের মধ্যে সিম বাইন্ডিং চালু করার জন্য চিঠি দিয়ে দিয়েছে DOT।

অবশ্যই পড়ুন: হঠাৎ বদলে গেল ভারতের ভূমিকম্প মানচিত্র, বাড়ল উদ্বেগ! কতটা ঝুঁকিতে কলকাতা?

সিম বাইন্ডিং কেন গুরুত্বপূর্ণ?

ভারতের টেলিকমিউনিকেশন বিভাগ বিভিন্ন অ্যাপ সংস্থাগুলিকে যে সিম বাইন্ডিং এর নির্দেশ দিয়েছে তা বহু আগেই চালু করার আর্জি জানিয়েছিল Jio, Vi, Airtel সহ তাদের সংগঠন সিওএআই। এ প্রসঙ্গে সিওএআই কর্তা এসপি কোচরের বক্তব্য ছিল, ফোন থেকে সিম খুলে নিলেও বিভিন্ন মেসেজিং অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীর অ্যাকাউন্টে ঢুকে ব্যক্তিগত তথ্য হাতিয়েনেওয়ার মতো কুকর্ম সম্ভব। মূলত সেই কারণেই এই সিম বাইন্ডিং জরুরি।

Leave a Comment