সৌভিক মুখার্জী, কলকাতা: সঞ্চয় করার জন্য টাকা কোথায় রাখবেন, কোথায় নিরাপদে থাকবে, এই প্রশ্ন অনেকেরই থাকে। এমনকি কোথায় ভালো মুনাফা পাওয়া যায়, তা নিয়েও চিন্তা করে অনেকে। তবে বহু মানুষই ভরসা রাখে ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) উপরে।
কারণ এখানে শেয়ারবাজারের মতো ঝুঁকি থাকে না, আর নিয়মিত সুদের হারে বিনিয়োগ মোটা অংকে পরিণত হয়। তবে আজকের প্রতিবেদনে আমরা জানবো, এমন কয়েকটি সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের কথা, যারা প্রায় 7.50% থেকে 9% পর্যন্ত সুদ দিচ্ছে।
SBM ব্যাঙ্ক
SBM ব্যাঙ্ক মূলত সাধারণ গ্রাহকদের 3 বছর 2 দিন থেকে 5 বছরের কম মেয়াদি এফডিতে 8.50% হারে সুদ দিচ্ছে। আর সিনিয়র সিটিজেনরা এখানে 8.75% হারে সুদ পাচ্ছে। তালিকায় শীর্ষে রয়েছে এই ব্যাঙ্ক।
বন্ধন ব্যাঙ্ক
বন্ধন ব্যাঙ্ক সাধারণ গ্রাহকদের 600 দিনের এফডিতে 8% হারে সুদ দিচ্ছে এবং সিনিয়র সিটিজেনদের 8.50% হারে সুদ দিচ্ছে। তাই এখানেও মোটা অঙ্কের রিটার্ন পাওয়া যাবে।
DCB ব্যাঙ্ক
ডিসিবি ব্যাঙ্ক সাধারণ গ্রাহকদের 36 মাসের মেয়াদের এফডিতে 8% হারে সুদ দিচ্ছে এবং প্রবীণ নাগরিক অর্থাৎ সিনিয়র সিটিজেনদের 8.50% হারে সুদ দিচ্ছে।
Deutsche ব্যাঙ্ক
Deutsche ব্যাঙ্ক সাধারণ গ্রাহকদের 2 থেকে 3 বছরের মেয়াদের এফডিতে 7.75% হারে সুদ দিচ্ছে। এমনকি প্রবীণ নাগরিকদেরও একই হারে সুদ দিচ্ছে।
ইয়েস ব্যাঙ্ক
ইয়েস ব্যাঙ্ক সাধারণ গ্রাহকদের 18 মাস থেকে 36 মাসের কম মেয়াদের এফডিতে 7.75% হারে সুদ দিচ্ছে এবং সিনিয়র সিটিজেনদের 8.25% হারে সুদ দিচ্ছে।
RBL ব্যাঙ্ক
RBL ব্যাঙ্ক সাধারণ গ্রাহকদের 24 মাস থেকে 36 মাসের কম মেয়াদী এফডিতে 7.50% এবং সিনিয়র সিটিজেনদের 8% হারে সুদ দিচ্ছে।
IDFC ফার্স্ট ব্যাঙ্ক
আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক সাধারণ গ্রাহকদের 1 বছর 1 দিন থেকে 550 দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটে 7.50% সুদ দিচ্ছে এবং সিনিয়র সিটিজেনদের 8% হারে সুদ দিচ্ছে।
ইন্ডাসইন্ড ব্যাঙ্ক
ইন্ডাসইন্ড ব্যাঙ্ক সাধারণ গ্রাহকদের 2 বছর 9 মাস থেকে 3 বছর 3 মাস মেয়াদের ফিক্সড ডিপোজিটে 7.50% হারে সুদ দিচ্ছে এবং সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে 8% হারে সুদ দিচ্ছে।
আরও পড়ুনঃ পুড়ে ছারখার প্লাস্টিকের কারখানা! ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়, গুলশান কলোনিতে আতঙ্ক
HSBC ব্যাঙ্ক
এই ব্যাঙ্ক 732 দিন থেকে 36 মাসের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটে সাধারণ গ্রাহকদের 7.50% সুদ দিচ্ছে এবং সিনিয়র সিটিজেনদের 8% সুদ দিচ্ছে।
Karur Vysya ব্যাঙ্ক
এই ব্যাঙ্ক 444 দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটে সাধারণ গ্রাহকদের 7.50% এবং সিনিয়র সিটিজেনদের 8% হারে সুদ দিচ্ছে।