ফিক্সড ডিপোজিট থেকে ১ লাখের বেশি সুদ পেলেও দিতে হবে না TDS! জেনে নিন নিয়ম

Fixed Deposit TDS rule for senior citizens

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিজের এবং সন্তানের ভবিষ্যৎ আর্থিক দিক থেকে সুরক্ষিত রাখতে অবসরের পর গচ্ছিত অর্থ FD বা ফিক্সড ডিপোজিট স্কিমে (Fixed Deposit) বিনিয়োগ করে থাকেন দেশের প্রবীণ নাগরিকরা। তবে অনেক ক্ষেত্রে দেখা যায়, বিনিয়োগকারীর সুদ যদি 1 লাখ টাকার সীমা অতিক্রম করে যায়, সেক্ষেত্রে তাঁকে TDS বাবদ জমা দিতে হয় একটি নির্দিষ্ট অর্থ। যদিও পরবর্তীতে ITR ফাইল করে ওই অর্থ দাবি করা যায়। কিন্তু প্রশ্ন হল, একজন প্রবীণ নাগরিক কি কোনও ভাবে FD স্কিমে 1 লাখের বেশি সুদের ক্ষেত্রে TDS এড়াতে পারেন? সেজন্য কী করণীয়?

FD তে কখন কাটা হয় TDS?

সরকারি হোক কিংবা বেসরকারি দেশের প্রায় বেশিরভাগ আর্থিক প্রতিষ্ঠানে ফিক্সড ডিপোজিট সহ অন্যান্য স্কিমের ক্ষেত্রে লাভের দিক থেকে এগিয়ে থাকেন দেশের প্রবীণ নাগরিকরাই। বিশেষ করে ফিক্সড ডিপোজিট স্কিমে দেশের প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার বেশি থাকে। এখানে বলে রাখা প্রয়োজন, একজন প্রবীণ নাগরিক যদি কোনও সরকারি বা বেসরকারি ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসের FD থেকে গোটা আর্থিক বছরে 1 লাখের বেশি সুদ পেয়ে থাকেন তবে তাকে ওই অর্থের উপর নির্দিষ্ট পরিমাণ TDS বা কর দিতে হয়।

ঠিক অনুরূপভাবে, যদি একজন প্রবীণ নাগরিকের বার্ষিক সুদের পরিমাণ 1 লাখের নিচে হয়, সে ক্ষেত্রে তাঁর TDS জমা দেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু অনেকেরই প্রশ্ন থাকে, ফিক্সড ডিপোজিট স্কিমের উপর থেকে TDS কাটা কীভাবে এড়ানো যায়? এ নিয়ে চিন্তিত থাকেন বিনিয়োগকারীদের অনেকেই। আজকের প্রতিবেদন রইল FD থেকে বছরে 1 লাখের বেশি সুদ আয় করেও TDS এড়িয়ে যাওয়ার উপায়!

অবশ্যই পড়ুন: শুধুমাত্র এদের জন্য বিশেষ সুবিধা শুরু করল EPFO

এভাবে এড়ানো যায় TDS

জেসি সুবা অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠাতা জিগার সুবা জানিয়েছেন, প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে FD তে বছরে 1 লাখ টাকা সুদের যে সীমা তা শুধুমাত্র কিছু ব্যাঙ্ক এবং পোস্ট অফিসের ক্ষেত্রেই প্রযোজ্য। অন্য কোনও প্রতিষ্ঠান থেকে সুদ আয়ের ক্ষেত্রে এই সীমা 10,000 টাকা। সুবা বলছেন, যদি কেউ বিশেষ করে প্রবীণ নাগরিকরা নিজেদের ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট থেকে বছরে 1 লাখের বেশি আয় করার সাথে সাথে TDS কাটা এড়াতে চান সেক্ষেত্রে দুটি ভিন্ন সরকারি বা বেসরকারি ব্যাঙ্কের FD স্কিমে টাকা রাখতে পারেন।

অবশ্যই পড়ুন: ঘরে দুটো লাইট, লক্ষাধিক টাকার বকেয়া বিদ্যুৎ বিল মেটাতে জমি বিক্রি করলেন দরিদ্র দম্পতি

উদাহরণ হিসেবে বলা যায়, HDFC ব্যাঙ্কের FD তে জমানো আমানত থেকে বার্ষিক 90 হাজার টাকা সুদ এবং SBI এর আরেকটি FD অ্যাকাউন্টের জমানো অর্থ থেকে 80 হাজার টাকা সুদ মিলিয়ে বছরে 1 লাখ 70 হাজার টাকা সুদ আয় করা যায় কোনও রকম TDS না দিয়েই। তবে একটি নির্দিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের FD তে বার্ষিক 1 লাখ টাকা সুদ পেয়ে থাকলে দেশের প্রত্যেক নাগরিককে TDS বাবদ নির্দিষ্ট অর্থ দিতেই হবে।

Leave a Comment