বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিজের কষ্টার্জিত অর্থ নিরাপদে বিনিয়োগ করার পাশাপাশি মেয়াদ শেষে মোটা রিটার্নের জন্য বিনিয়োগকারীদের মাথায় প্রথম যে নামটা আসে তা হল ফিক্সড ডিপোজিট। মূলত এই বিশেষ স্কিমে টাকা রেখে একটি নির্দিষ্ট সময় পর দ্বিগুণ অর্থ ফেরত পাওয়া যায়। তবে সাম্প্রতিক কালে বিভিন্ন ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিটে সুদের হার বেশ খানিকটা কমিয়েছে। যার কোপ সরাসরি গিয়ে পড়েছে নতুন বিনিয়োগকারীদের খাতায়।
যদিও ঝুঁকিহীন বিনিয়োগ এবং মেয়াদ শেষে ফিক্সড ডিপোজিটের থেকেও বেশি রিটার্নের জন্য বহু সচেতন বিনিয়োগকারী ইতিমধ্যেই পোস্ট অফিসের বেশ কয়েকটি স্কিমে (Post Office Investment Schemes) বিনিয়োগ করে ফেলেছেন। হ্যাঁ, ভারতের সরকারি আর্থিক প্রতিষ্ঠান ভারতীয় পোস্ট অফিসে এমন একাধিক স্কিম রয়েছে যেখানে ব্যাঙ্কের FD র তুলনায় অনেক বেশি সুদ পাওয়া যায়। আজকের প্রতিবেদনে রইল তেমনই 5 সেরা স্কিম। যেগুলি সুদ থেকেই আপনাকে মোটা টাকা এনে দেবে…
পোস্ট অফিস টাইম ডিপোজিট
ভারতীয় পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমটি ইতিমধ্যেই দেশের বহু গ্রাহকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। এই স্কিমে 1, 2, 3 অথবা 5 বছরের জন্য বিনিয়োগ করা যায়। একজন ব্যক্তি সর্বনিম্ন 1,000 টাকা দিয়ে এই স্কিমে বিনিয়োগ শুরু করতে পারে। না বললেই নয়, এই স্কিমটি গ্রাহকদের কমবেশি বার্ষিক 7 শতাংশ হারে সুদ দিয়ে থাকে। যা কোনও ব্যাঙ্কের ফিক্স ডিপোজিটর থেকে অন্তত বেশি। সহজে বলতে গেলে, এই স্কিমে একজন ব্যক্তি 10,000 টাকা বিনিয়োগ করলে প্রত্যেক বছর 7 শতাংশ সুদের হারে প্রায় 719 টাকা পেয়ে যাবেন।
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম
দেশের প্রবীণ নাগরিকদের জন্য বিনিয়োগের সবচেয়ে সেরা ঠিকানা পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমটি। হ্যাঁ, এই স্কিম বর্তমানে গ্রাহকদের বার্ষিক 8.2 শতাংশ সুদ দিয়ে থাকে। আগের স্কিমটির মতোই এখানেও মাত্র 1,000 টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারেন। বলে দিই, যদি কেউ এই স্কিমে 10,000 টাকা রেখে থাকেন তবে তিনি এক বছরে 8.2 শতাংশ সুদের হারে 820 টাকা পেয়ে যাবেন।
মান্থলি ইনকাম স্কিম
ভারতীয় পোস্ট অফিসের অন্যতম জনপ্রিয় স্কিম মান্থলি ইনকাম স্কিম বা MIS বর্তমানে গ্রাহকদের বার্ষিক 7.7 শতাংশ সুদ দিচ্ছে। এক্ষেত্রেও একজন ব্যক্তি চাইলে মাত্র 1,000 টাকা দিয়েই বিনিয়োগ শুরু করতে পারেন এই স্কিমে। সহজে বলি, একজন ব্যক্তি যদি এই স্কিমে 10,000 টাকা রাখেন তবে তিনি এক বছরে 7.7 শতাংশ সুদের হারে 770 টাকা পেয়ে যাবেন। ও হ্যাঁ, এই স্কিমে সর্বোচ্চ 5 বছরের জন্য বিনিয়োগ করা যায়।
পাবলিক প্রভিডেন্ট ফান্ড
পোস্ট অফিসের আরেক জনপ্রিয় স্কিম পাবলিক প্রভিডেন্ট ফান্ড ইতিমধ্যেই বহু গ্রাহকের পছন্দের একটি স্কিম হয়ে উঠেছে। এমন মানুষ খুঁজে পাওয়া আদতেই কঠিন, যে বা যাঁর পরিচিত মহলে কেউ এই স্কিমে বিনিয়োগ করেননি। এই স্কিম গ্রাহকদের বার্ষিক 7.1 শতাংশ সুদ দিয়ে থাকে। এক্ষেত্রে একজন ব্যক্তি সর্বনিম্ন 500 টাকা এবং সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারে। এই স্কিমের মেয়াদ সর্বোচ্চ 15 বছর।
অবশ্যই পড়ুন: গর্বের খবর! টানা তৃতীয় বারের জন্য জাতীয় স্কুল গেমসে সোনা জিতল বাংলার মেয়েরা
সুকন্যা সমৃদ্ধি যোজনা
মূলত মেয়েদের জন্য পোস্ট অফিসের সুকন্যা সমৃদ্ধি যোজনা একটি দুর্ধর্ষ স্কিম। ভারতীয় ডাক বিভাগের এই স্কিমে বার্ষিক 8.2 শতাংশ সুদ পাওয়া যায়। ন্যূনতম 10 বছর বয়সী একটি মেয়ের ক্ষেত্রে এই স্কিমে বিনিয়োগ করা যেতে পারে এবং মেয়েটির বয়স 21 বছর না হওয়া পর্যন্ত এই স্কিম চালু থাকবে। আরও একটি বিষয় জেনে রাখা দরকার, এই স্কিমে সর্বনিম্ন 250 টাকা থেকে বিনিয়োগ করা যায়। সে ক্ষেত্রে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত রাখা যেতে পারে।