সৌভিক মুখার্জী, কলকাতা: এবার সস্তায় ফোল্ডেবল ফোন লঞ্চ করল Vivo! হ্যাঁ, Samsung-র থেকে 25,000 টাকা সস্তায় মিলছে এই ফোল্ডেবল ফোন! জানা গিয়েছে, এই মডেলটির নাম Vivo X Fold 5! তবে Samsung-র সাথে এই ফোনটির মূল পার্থক্য প্রসেসরে। যেখানে Samsung-র ফোনে সবথেকে শক্তিশালী চিপসেট দেওয়া রয়েছে, সেখানে Vivo-র এই ফোল্ডেবল ফোনটিতে থাকছে Snapdragon-র পুরনো চিপসেট। তো চলুন একে একে দেখে নেওয়া যাক, ফোনটির সমস্ত ফিচার ও দাম সম্পর্কে।
Vivo X Fold 5 ফোনের বৈশিষ্ট্য ও স্পেসিফিকেশন
Vivo-র অফিসিয়াল সাইট থেকে জানা গিয়েছে, Vivo X Fold 5 ফোনটিতে থাকবে একটি 8.03 ইঞ্চির একটি 2K+ AMOLED 8T LTPO ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz। এমনকি এই ডিসপ্লেটি সর্বোচ্চ 4500 nits. ব্রাইটনেস দেবে। ফলে রৌদ্রের মধ্যেও দেখতে কোনোরকম সমস্যায় পড়তে হবে না। সবথেকে বড় ব্যাপার, এই ফোনটির রেজোলিউশন FullHD Plus।
এবার প্রসেসর নিয়ে যদি কথা বলি, তাহলে ফোনটিতে থাকছে octa-core Snapdragon 8 Gen 3 4nm প্রসেসর। সঙ্গে থাকছে Adreno 750 GPU। এমনকি এই ফোনে 16GB RAM এবং 512GB স্টোরেজ দেওয়া হচ্ছে। ফলে অনায়াসে ফটো, ফাইল, ভিডিও রেখে দেওয়া যাবে। আর এই ফোনটি Android 15-র উপর ভিত্তি করে OS 5 অপারেটিং সিস্টেম নিয়েই চলবে এবং ডুয়েল সিম সাপোর্ট করবে।
ক্যামেরা ফিচার কী রয়েছে?
এই ফোনটিতে 50MP-র একটি মেইন ক্যামেরা থাকছে, যার মধ্যে Sony IMX921 সেন্সর এবং OIS রয়েছে। এর সাথে 50MP-র আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 50MP-র 3x পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দেওয়া হচ্ছে। আর সেলফি বা ভিডিও কলের জন্য থাকছে 20MP-র ফ্রন্ট ক্যামেরা। এর পাশাপাশি ডিভাইসটিতে সাইড ফিঙ্গারপ্রিন্টও দেওয়া থাকছে।
সবথেকে বড় ব্যাপার, এই ফোনটিতে IP5X, IPX8 এবং IPX9+ রেটিং দেওয়া হচ্ছে, যা জল বা ধুলো থেকে সুরক্ষিত করবে। তবে এই ফোনের সর্বোচ্চ চমক হয়েছে ব্যাটারিতে। কারণ ফোনটিতে থাকছে 6000mAh-র একটি বিরাট ব্যাটারি। এমনকি 80W-র ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে।
আরও পড়ুনঃ বন্দে ভারত, মেট্রো কোচ তৈরি হবে বাংলায়! রাজ্যে ৪০ একর জমি নিল টিটাগড় রেল
Vivo X Fold 5 ফোনের দাম কত?
Vivo-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে, Vivo X Fold 5 ফোনটি টাইটেনিয়াম গ্রে রঙে লঞ্চ করা হচ্ছে। আর এটি 16GB + 512GB ভ্যারিয়েন্টে বাজারে পাওয়া যাবে, যার দাম মাত্র 1,49,999 টাকা। ফলে Samsung-র ফোল্ডেবল ফোনটির তুলনায় 25,000 টাকায় সস্তায় মিলছে এই ফোন। তাই যদি হাই পারফরম্যান্স যুক্ত কোনও ফোন কিনতে চান, তাহলে Vivo-র এই ফোনটিকে বেছে নিতে পারেন।