ফিচার্সে নজরকাড়া, দামও মধ্যবিত্তদের বাজেটে! নতুন দু’দুটি SUV আনছে Hyundai

Hyundai SUV

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার ভারতের বাজারে চমক দিচ্ছে হুন্ডাই। শুধুমাত্র ইলেকট্রিক নয়, বরং হাইব্রিড (Hyundai SUV) প্রযুক্তি নিয়ে এবার এগোচ্ছে এই সংস্থা। আগামী কয়েক বছরের মধ্যে কোম্পানি নিয়ে আসতে চলেছে নেক্সট-জেন ক্রেটা হাইব্রিড এবং একটি প্রিমিয়াম 7-সিটার SUV। তাই যারা হাই-পারফরম্যান্স এবং ফিচার্সে ভরপুর গাড়ি খোঁজেন, তাদের জন্য আজকের প্রতিবেদনটি।

নেক্সট-জেন ক্রেটা হাইব্রিড

উল্লেখ্য, ইতিমধ্যে ক্রেটা ইলেকট্রিক মডেলের মাধ্যমে ইলেকট্রিক ভেহিকেল বাজারে নিজেদের জায়গা পাকাপোক্ত করে নিয়েছে হুন্ডাই। আর এবার তাদের নজর হাইব্রিড সেগমেন্টে। হ্যাঁ, SX3 কোডনামে তৈরি এই মডেলটি মোটামুটি 2027 সালের দিকে লঞ্চ হবে এবং উৎপাদন হবে সংস্থার তামিলনাড়ু ফ্যাক্টরিতে।

নতুন এই ক্রেটায় থাকবে আপডেটেড ডিজাইন, আধুনিক সব ফিচার্স এবং সবথেকে বড় আকর্ষণ স্ট্রং হাইব্রিড পেট্রোল ইঞ্জিন। আর এই প্রযুক্তি শুধুমাত্র মাইলেজ বাড়াবে না, বরং গাড়ির পারফরম্যান্সেও নজর কাড়বে। জনপ্রিয় SUV তালিকায় ক্রেটা আবারো শীর্ষে ফিরতে পারবে কিনা এখন শুধু সেটাই দেখার।

প্রিমিয়াম 7-সিটার SUV

হুন্ডাই-এর দ্বিতীয় চমক হল এবার সম্পূর্ণ নতুন প্রিমিয়াম 3-রো SUV। হ্যাঁ, এই গাড়িটি 2026 সালের মধ্যেই মোটামুটি তলেগাঁও ফ্যাক্টরিতে এই গাড়ি দেখা মিলতে পারে। তবে এর প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকবে টাটা সাফারি, এমজি হেক্টর প্লাস ও মাহিন্দ্রা XUV700-এর মতো সব গাড়ি। মনে করা হচ্ছে 6 ও 7 সিটার ভ্যারিয়েন্টে এই SUV বাজারে আসবে, যা পরিবারের জন্য একেবারে সেরা বিকল্প।

জানিয়ে রাখি, এই দুই মডেলই থাকবে স্ট্রং হাইব্রিড প্রযুক্তি, যা প্রচলিত পেট্রোল-ডিজেল ইঞ্জিনের তুলনায় অনেক কম পরিমাণে জ্বালানি খরচ করবে। এর পাশাপাশি দামও অনেকটা সাশ্রয়ী হবে। বিশেষ করে 7 সিটার মডেলে থাকতে পারে 1.5 লিটার একটি পেট্রোল ইঞ্জিন এবং সাথে ইলেকট্রিক মোটর, এমনকি বড় ব্যাটারির সংমিশ্রণ থাকবে, যা শহর বা হাইওয়ে, উভয় ক্ষেত্রে একেবারে সেরা পারফরম্যান্স দেবে।

আরও পড়ুনঃ পরীক্ষা ছাড়াই চাকরি! ইস্টার্ন কোল্ডফিল্ডস লিমিটেডে ১১২৩ শূন্যপদে নিয়োগ

দাম কত হতে পারে?

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এই হাইব্রিড SUV গাড়িগুলির দাম মোটামুটি 18 লাখ টাকা থেকে 30 লক্ষ টাকার মধ্যে দাঁড়াতে পারে। সেক্ষেত্রে এগুলো সরাসরি মাহিন্দ্রা XUV700 গাড়িগুলির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে সঠিক ফিচারস ও প্রতিযোগিতামূলক দাম রাখলে হুন্ডাই এই সেগমেন্টে যে বিরাট আধিপত্য বিস্তার করবে, তা বলার অপেক্ষা রাখে না।

Leave a Comment