বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘাড়ের পাশে নিঃশ্বাস ফেলছে এশিয়া কাপ। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সূচি অনুযায়ী, 9 সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে যাচ্ছে এশিয়ার ঐতিহ্যবাহী টুর্নামেন্ট। চলবে 28 সেপ্টেম্বর পর্যন্ত।
এই আসরে ভারতের প্রথম ম্যাচ রয়েছে 10 সেপ্টেম্বর। এদিন সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ক্ষমতা দেখাবে ভারতের ছেলেরা। তবে তার আগেই দুই তারকাকে নিয়ে চিন্তায় বোর্ড! আসলে, ফিটনেস জনিত সমস্যার কারণে সূর্য কুমার যাদবকে নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।
অন্যদিকে সমস্যা তৈরি হওয়ায় ফিটনেস পরীক্ষা দিতে হবে হার্দিক পান্ডিয়াকেও। এদিকে এশিয়া কাপের আর খুব একটা বেশি দেরি নেই। মূলত সে কারণেই দুই বড় তারকাকে নিয়ে সংশয়ের মাঝেই প্রশ্ন উঠছে, এরা দুজন ফিট হয়ে না উঠতে পারলে এশিয়া কাপে জাতীয় দলের অধিনায়কত্ব করবেন কে?
এশিয়া কাপে অধিনায়ক বাছাই করতে চাপে পড়তে পারে বোর্ড
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সরাসরি এশিয়া কাপের দলে জায়গা হবে না হার্দিক পান্ডিয়ার। সেই সুযোগ পেতে হলে 11 ও 12 আগস্ট বেঙ্গুলুরর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস পরীক্ষা দিতে হবে তাঁকে। যদিও ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছেন পান্ডিয়া। তবে সূত্র বলছে, ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে এশিয়া কাপে তাঁর জায়গা হওয়াটা কঠিন।
একইভাবে সম্প্রতি হার্নিয়া অপারেশন হয়েছিল ভারতীয় তারকা সূর্যকুমার যাদবের। তবে বর্তমানে সুস্থ থাকলেও পুরোপুরি ফিট নন সূর্য। যদিও ধীরে ধীরে নিজেকে ছন্দে নিয়ে আসার চেষ্টা করছেন স্কাই। ইতিমধ্যেই ভারতীয় তারকার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ভেসে এসেছে একটি ভিডিও। যেখানে সূর্যকে জিমে দৈহিক কসরত করতে দেখা গিয়েছে। এছাড়াও ওই ভিডিওতে ব্যাট হাতে অনুশীলন সারতেও দেখা যায় তাঁকে। তবে সূর্য পুরোপুরি ফিট না হয়ে উঠতে পারলে তাঁর এশিয়া কাপে জায়গা হওয়াটা প্রশ্নের মুখে দাঁড়াবে।
আর এখানেই বাড়ছে চিন্তা। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এশিয়া কাপ শুরুর আগে যদি পান্ডিয়া এবং সূর্য কুমার, দুজনের কেউই ফিট হয়ে উঠতে না পারেন সে ক্ষেত্রে অধিনায়ক চয়নের ক্ষেত্রে সমস্যায় পড়ে যাবে বোর্ড! তবে ভক্তদের একটা বড় অংশ আশা করছেন, সব ঠিক থাকলে এশিয়া কাপে দেখা যাবে দুই তারকাকেই।
অবশ্যই পড়ুন: স্বাধীনতার পর ভারতকে প্রথম স্বীকৃতি দেওয়া দেশ কোনটি? নাম জানলে চমকে যাবেন
উল্লেখ্য, গত 27 থেকে 29 জুলাই পর্যন্ত ফিটনেস পরীক্ষা দিয়েছেন ভারতীয় তারকা শ্রেয়স আইয়ারও। গত চ্যাম্পিয়নস ট্রফি ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরমেন্স থাকার কারণে আইয়ারকে এশিয়া কাপে খেলাতে পারে বোর্ড। সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না কেউই। আর সেই সূত্র ধরে, অনেকেই মনে করছেন, সূর্য কুমার ও পান্ডিয়া ফিট হয়ে উঠতে না পারলে হয়তো আইয়ারকে সম্ভাব্য অধিনায়কের তালিকায় রাখতে পারে BCCI!