বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফিফা এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের তরফে কড়া চিঠি পেয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন। মঙ্গলবার, দুই পক্ষের তরফে ফেডারেশন সভাপতি কল্যান চৌবেকে চিঠি ধরিয়ে জানানো হয়, আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন না হলে শাস্তির মুখে পড়বে AIFF। ওই চিঠিতে এও বলা হয়েছে, নতুন সংবিধান চূড়ান্ত হওয়া নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন তারা।
মনে করা হচ্ছে বেঁধে দেওয়া সময়ের মধ্যে নির্বাচন সম্পূর্ণ না হলে ফের ফিফার নির্বাসন দেখতে হবে AIFF-কে। আর তা হলে সবচেয়ে বড় ধাক্কাটা খাবে, ইন্ডিয়ান সুপার লিগের দুই জনপ্রিয় দল মোহনবাগান সুপার জায়ান্ট এবং এফসি গোয়া।
ফেডারেশন নির্বাসনের মুখে পড়লে বড় ক্ষতি হবে দুই দলের
আপাতত হিসেব যা বলছে তাতে, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে না পারলে দ্বিতীয়বারের জন্য ফিফার নির্বাসনের মুখে পড়বে ভারতীয় ফুটবল ফেডারেশন। আর সেটা যদি হয়, তবে মোহনবাগান সুপার জায়ান্ট এবং এফসি গোয়া বিরাট ধাক্কা খেতে চলেছে।
খোলসা করে বলতে গেলে, আগামী অক্টোবরের পর থেকে মোহনবাগান এবং গোয়ার যে ম্যাচগুলি রয়েছে, সেগুলি আর খেলতে পারবে না এই দুই দল। মনে করা হচ্ছে, ফেডারেশনের সাথে যদি ফিফার বিষয়টি মিটমাটও হয়ে যায়, তাও এই দুই ক্লাব শাস্তির মুখে পড়তে পারে।
HT-এর রিপোর্ট অনুযায়ী, ফুটবল বিশেষজ্ঞদের একাংশের দাবি, AFC চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে না পারায় দুই দলের পয়েন্ট নষ্ট হবে, যা পরবর্তীতে আর ফিরে পাওয়া যাবে না। আর এমনটা হলে আন্তর্জাতিক মঞ্চে নাক কাটা যাবে মোহনবাগান এবং এফসি গোয়ার।
অবশ্যই পড়ুন: ৩,৫০০ কোটির বিনিয়োগ! খড়গপুরে বৃহত্তর আয়রন প্লান্ট তৈরির পথে রেশমি গ্রুপ
বলা বাহুল্য, আগামী 16 সেপ্টেম্বর যুবভারতীর ময়দানে AFC চ্যাম্পিয়নস লিগ টুয়ের প্রথম ম্যাচ খেলবে মোহনবাগান সুপার জায়ান্ট। এই আসরে বাগানের প্রতিপক্ষ হবে তুর্কমেনিস্তানের আহাল এফসি। ইতিমধ্যেই যারা প্লে অফে জিতে শক্তি বৃদ্ধি করেছে। এরপর মোহনবাগানের ম্যাচ রয়েছে 30 সেপ্টেম্বর ইরানে সেপহান এফসির বিরুদ্ধে।
তাছাড়াও 21 অক্টোবর আল-হুসেনের বিরুদ্ধে খেলবে হোসে মোলিনার ছেলেরা। তবে এখানেই শেষ নয়। এরপর নভেম্বরের 4 তারিখ ফের কলকাতার মাঠে ওই আল হুসেনকেই টেক্কা দিতে হবে সবুজ মেরুনের ছেলেদের। এরপর 26 নভেম্বর আহাল এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ এবং সবশেষে 23 ডিসেম্বর সেপহানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে বাগানের।
তবে ফেডারেশন যদি ফিফার নির্বাসনের মুখে পড়ে তবে বিরাট বিপদে পড়ে যাবে সবুজ মেরুন ক্লাব। একই সাথে আগামী 22 অক্টোবর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব আল নাসেরের ম্যাচে পা বাড়াতে যাওয়া দল গোয়াকেও সমস্যার মুখে এনে দাঁড় করাবে AIFF এর নির্বাসন। তাছাড়াও ভারতীয় ফুটবলের অন্ধকার দশা তো শুরু হবেই!