ফিরছেন আইয়ার, প্রায় চূড়ান্ত দল! দেখে নিন এশিয়া কাপে টিম ইন্ডিয়ার সম্ভাব্য স্কোয়াড

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বর্তমানে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের ময়দানে দাপট দেখাচ্ছে ভারতীয় দল। তবে ইংলিশদের বিরুদ্ধে সিরিজ শেষ হলেই টিম ইন্ডিয়া সরাসরি অংশগ্রহণ করবে এশিয়া কাপে! কেননা, আসন্ন আগস্টে বাংলাদেশের সাথে যে ODI সিরিজ হওয়ার কথা ছিল তা আপাতত স্থগিত হয়ে গিয়েছে, কাজেই, ইংল্যান্ডের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে এসে সরাসরি এশিয়া কাপের মঞ্চে নামবে ভারতীয় টি-টোয়েন্টি দল।

হ্যাঁ, কেননা আগত টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপ ওয়ানডেতে নয় বরং টি টোয়েন্টি ফরম্যাটে আয়োজন করা হচ্ছে। এমতাবস্থায়, টিম ইন্ডিয়ায় সিলেকশন নিয়ে 5টি বড় আপডেট সামনে এসেছে। বলা চলে, প্রধান কোচ গৌতম গম্ভীর ও সিলেকশন কমিটির সিদ্ধান্তে এশিয়া কাপের ভারতীয় অধিনায়ক ও সহ অধিনায়ক একপ্রকার চূড়ান্ত। সেই সাথেই জানা যাচ্ছে, এশিয়া কাপে টিম ইন্ডিয়ার স্কোয়াড সম্পর্কেও।

এশিয়া কাপে ভারতীয় দলের অধিনায়ক সহ অধিনায়ক

সদ্য পাওয়া খবর অনুযায়ী, আসন্ন বহু অপেক্ষিত এশিয়া কাপে ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক হচ্ছেন সূর্য কুমার যাদব। অধিনায়কের পাশাপাশি টি-টোয়েন্টি দলের সহ অধিনায়কের আসন নিয়েও চিত্রটা অনেকটাই স্পষ্ট হয়েছে। রিপোর্ট বলছে, খুব সম্ভবত শুভমন গিলেকেই এশিয়া কাপে টি টোয়েন্টি দলের সহ অধিনায়ক করবে সিলেকশন। কমিটি। শুধু তাই নয়, এশিয়া কাপে ভারতের স্কোয়াড কেমন হবে, সেই আপডেটও সামনে এসেছে।

ওপেনিং করতে পারেন এই দুজন

রিপোর্ট অনুযায়ী, এশিয়া কাপের মঞ্চে ভারতীয় দলের হয়ে ওপেনিং করতে পারেন অভিষেক শর্মা, শুভমন গিল, সঞ্জু স্যামসনের মধ্যে যেকোনও দুজন। তবে যদি অভিষেক ও সঞ্জু ওপেনিং করেন সেক্ষেত্রে শুভমন গিলকে 3 নম্বরে খেলতে দেখা যাবে। বলা বাহুল্য, শুভমনকে 3 নম্বরে রেখে 4 নম্বর পজিশনে ব্যাট করতে আসতে পারেন সম্ভাব্য অধিনায়ক সূর্য কুমার যাদব।

এশিয়া কাপে ফিরবেন শ্রেয়স আইয়ার!

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এশিয়া কাপে ভারতের টি-টোয়েন্টি দলে ফিরতে পারেন শ্রেয়স আইয়ার। সূত্রের খবর, বিগত দিনগুলিতে চ্যাম্পিয়নস ট্রফি থেকে শুরু করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইয়ারের অনবদ্য পারফরমেন্সকে সামনে রেখেই তাঁকে টি-টোয়েন্টি দলে ফেরানো হতে পারে।

এক নজরে এশিয়া কাপে ভারতের সম্ভাব্য স্কোয়াড

শুভমন গিল, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, সূর্য কুমার যাদব, শ্রেয়স আইয়ার, তিলক বর্মা, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, হর্ষিত রানা

অবশ্যই পড়ুন: এই তিন ব্যাঙ্কের গ্রাহকরা আর তুলতে পারবে না টাকা! বড় পদক্ষেপ RBI-র

উল্লেখ্য, আসন্ন এশিয়া কাপে ভারত আদৌ অংশগ্রহণ করবে কিনা তা নিয়ে কিছুটা হলেও ধোঁয়াশা এখনও রয়েছে। যদিও স্বস্তির বিষয়, এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করেনি টিম ইন্ডিয়া। সে ক্ষেত্রে, ভারতীয় দল এশিয়া কাপে অংশগ্রহণ করবে এমন আশাতেই এখন বুক বাঁধছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। তবে বলে রাখি, এশিয়া কাপ অনুষ্ঠিত হতে পারে সংযুক্ত আরব আমিরাতে।

Leave a Comment