প্রীতি পোদ্দার, কলকাতা: নভেম্বর প্রায় শেষের মুখে, এদিকে এখনও জাঁকিয়ে শীত (Weather Update) পড়ার কোনো সম্ভাবনা নেই। কারণ গিরা রাজ্য জুড়ে পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের জেরে প্রতিনিয়ত হচ্ছে আবহাওয়ার ভোলবদল। যদিও এখন দক্ষিণবঙ্গ জুড়ে হালকা শীতের আমেজ দেখা গিয়েছে। তবে তীব্র শীতের প্রভাব নেই দক্ষিণের কোনও জেলাতেই। হালকা শীতের অনুভূতি হচ্ছে ভোর এবং রাতের দিকে।
মৌসম ভবন জানিয়েছে, বঙ্গোপসাগরের নিম্নচাপ আজই গভীর নিম্নচাপে রূপান্তরিত হতে চলেছে এবং সেটি পরবর্তী ৪৮ ঘণ্টায় গভীর নিম্নচাপ আরও উত্তর ও উত্তর-পশ্চিমে সরবে। শক্তি বাড়িয়ে তা দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জেরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বইবে ঝোড়ো হাওয়া। যদিও সেই ঝড় বৃষ্টির কোনো প্রভাব পড়বে না বঙ্গে। তবে হাওয়ার গতিতে কিছুটা পরিবর্তন হতে পারে। আপাতত উত্তর ও দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। আজকের মত আগামীকালও ভোররাতে এবং সকালের দিকে অনুভূত হতে পারে হালকা শীতের আমেজ। ইতিমধ্যেই কলকাতায় পারদ নেমেছে ১৬ ডিগ্রি সেলসিয়াসে এবং জেলার অনেক জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে। যদিও এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। জানা গিয়েছে, আগামীকাল কোথাও কোথাও রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। এমনকি পরবর্তী দু’দিনে ফের চড়তে পারে পারদ। বাড়বে কুয়াশার সম্ভাবনাও।
আরও পড়ুন: IPL 2026 এর নিলামে কোহলির RCB-র নজরে এই ৪ প্লেয়ার! তালিকায় KKR প্রাক্তনীও
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও জেলায় জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। ভোর ও রাতে শীতের হালকা ছোঁয়া মিলবে বিশেষ করে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কুয়াশার উপস্থিতি বেশি থাকবে। ইতিমধ্যেই দার্জিলিংয়ে তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমেছে, তবে আপাতত সেখানে বৃষ্টির সম্ভাবনা নেই। পরবর্তী দু’দিনে ফের চড়তে পারে পারদ। এদিকে দক্ষিণ ভারত এবং দ্বীপপুঞ্জের একাধিক রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা বহাল রয়েছে। কেরল, মাহে, তামিলনাড়ু, লাক্ষাদ্বীপ এবং কোমোরিন উপকূলে অতিভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার বার্তা দিয়েছে আবহাওয়া দফতর।