বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রকাশ্যে এসেছে এশিয়া কাপের সূচি। দীর্ঘ টালবাহানার পর বহু অপেক্ষিত টুর্নামেন্টের দিনক্ষণ জানিয়ে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ACC-র ঘোষিত সূচি অনুযায়ী, আগামী 9 সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ। চলবে 28 সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিযোগিতাটিতে আগামী 10 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে যাত্রা শুরু করছে ভারত।
এমতাবস্থায়, এশিয়া কাপ যত এগিয়ে আসছে ততই ভারতীয় দল নিয়ে বাড়ছে জল্পনা। সম্প্রতি শোনা যাচ্ছিল, ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে দুর্দান্ত ছন্দে থাকার কারণে এশিয়া কাপে জায়গা পেতে পারেন শুভমন গিল। একই ঘটনা ঘটতে পারে যশস্বী জয়সওয়াল ও ওয়াশিংটন সুন্দরের ক্ষেত্রেও। এবার সেই সম্ভাবনাই হয়তো সত্যি হওয়ার পথে।
এশিয়া কাপে ওপেনিং করতে পারেন এই দুই তারকা
News 24 এর রিপোর্ট অনুযায়ী, আসন্ন এশিয়া কাপে ভারতের হয়ে ওপেনিং করতে পারেন তারকা ক্রিকেটার শুভমন গিল। প্রতিবেদন অনুযায়ী, এবার হয়তো সঞ্জু স্যামসনকে ওপেনিং করতে নাও দেখা যেতে পারে। বদলে, অভিষেক শর্মার সাথে ওপেনিং জুটি বাঁধতে পারেন গিল।
শ্রেয়স আইয়ারের প্রত্যাবর্তন কার্যত নিশ্চিত
রিপোর্ট অনুযায়ী, দীর্ঘ অপেক্ষা কাটিয়ে অবশেষে এশিয়া কাপের মঞ্চে 20 ওভারের ফরম্যাটে ফিরতে পারেন ভারতের তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার। বলা বাহুল্য, শেষবারের মতো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের জার্সি গায়ে টি-টোয়েন্টি দলে দাপট দেখিয়েছিলেন 2023 সালে। এরপর থেকে আর টি-টোয়েন্টি টুর্নামেন্টে ভারতের হয়ে মাঠে নামেননি আইয়ার। তবে রিপোর্ট যা বলছে, তাতে আসন্ন এশিয়া কাপে আইয়ারের জায়গা হওয়াটা এক প্রকার নিশ্চিত।
এশিয়া কাপে খেলবেন বুমরাহ ?
ইংল্যান্ডের বিরুদ্ধে গত ওভাল টেস্টে জসপ্রীত বুমরাহ বিশ্রামে থাকার কারণে ভারতীয় দলের পেস বিভাগের বেশিরভাগ দায়িত্বটা গিয়ে পড়েছিল মহম্মদ সিরাজের কাঁধে। মনে করা হচ্ছে, এশিয়া কাপেও টিম ইন্ডিয়ার পেস বিভাগকে নেতৃত্ব দেবেন তিনিই। তবে সিরাজকে সঙ্গ দিতে একাদশে থাকতে পারেন অর্শদীপ সিং। তবে এশিয়া কাপে বুমরাহকে দেখা যাবে কিনা তা এখনও পরিষ্কার নয়।
অবশ্যই পড়ুন: ভাঙা কাঁধ নিয়েই ওভালে ভারতের বিরুদ্ধে লড়ার কারণ জানালেন ক্রিস ওকস!
এশিয়া কাপের জন্য ভারতের সম্ভাব্য দল
শুভমন গিল, অভিষেক শর্মা, সূর্য কুমার যাদব, সঞ্জু স্যামসন, শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, মহম্মদ সিরাজ ও অর্শদীপ সিং।
রিজার্ভ বেঞ্চে থাকতে পারেন, রিঙ্কু সিং, তিলক বর্মা, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর, নিতিশ কুমার রেড্ডি। এছাড়াও দলে জায়গা হতে পারে যশস্বী জয়সওয়ালের।