বিক্রম ব্যানার্জী, কলকাতা: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টের (India Vs South Africa) দল ঘোষণা করল ভারত। ফের মহম্মদ শামির দিক থেকে মুখ ফিরিয়ে রাখলেন প্রধান নির্বাচক অজিত আগরকর। তবে শামি জায়গা না পেলেও বাংলা দল থেকে স্কোয়াডে উঠে এসেছেন অভিমন্যু ঈশ্বরণ। এদিকে দীর্ঘ অপেক্ষার কাটিয়ে দলে ফিরেছেন ঋষভ পন্থ। ফিরলেন বাংলার আকাশদীপও। বলাই বাহুল্য, ভারতীয় তারকা পন্থের প্রত্যাবর্তনে বাদ পড়েছেন নারায়ণ জগদীশন। এদিকে প্রসিদ্ধ কৃষ্ণাকে দল থেকে বিতাড়িত রাখা হয়েছে।
কেন ফের উপেক্ষিত শামি?
দীর্ঘদিন ভারতীয় দলে ডাক নেই মহম্মদ শামির। শেষবার অস্ট্রেলিয়া সিরিজের আগে ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকর বলেছিলেন, ‘শামি এই মুহূর্তে ঠিক কতটা ফিট রয়েছেন সেই তথ্য আমাদের কাছে নেই।’ পরবর্তীতে পাল্টা ভারতীয় তারকা বলেন, ‘ নির্বাচন কমিটিকে তথ্য দেওয়াটা আমার কাজ নয়।’ এই ঘটনার কিছু দিনের মধ্যেই রঞ্জি ট্রফিতে পা রেখেই দুই ম্যাচে 15টি উইকেট তুলে নিজের ক্ষমতা জানান দেন ভারতের বহু যুদ্ধ জয়য়ের কারিগর। তবে শেষবারের মতো ত্রিপুরার বিরুদ্ধে 25 ওভার বল করেও একটি উইকেটও তুলতে পারেননি তিনি। তাতেই বোধহয় দক্ষিণ আফ্রিকা সিরিজের দল থেকে বাদ পড়লেন শামি।
অনেকেই মনে করছেন, ত্রিপুরার বিরুদ্ধে শেষে যদি কিছু উইকেট তুলতে পারতেন, তাহলে বোধ হয় নির্বাচকদের চোখে পড়ে ভারতের অভিজ্ঞ পেসার। কিন্তু সেটা না হওয়ায় আর সুযোগ হল না। এদিকে, আরও একটা টেস্ট সিরিজের দলে শামির বাদ পড়াকে একেবারেই ভাল চোখে দেখছেন না প্রাক্তন ক্রিকেটারদের একাংশ। তাঁদের দাবি, ‘শামির অভিজ্ঞতা রয়েছে। ওকে একটাবার সুযোগ দিলে পারতো। নিশ্চয়ই কিছু করে দেখাত ও!’ এসবের মাঝেই জল্পনা বেড়েছে বোধহয় আর ভারতের জার্সি গায়ে মাঠে নামা হবে না শামির।
ওপেনিং জুটি
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন 2 টেস্ট সিরিজের ম্যাচগুলিতে ভারতের হয়ে ওপেনিং করতে কাদের দেখা যাবে তা এখনও নিশ্চত নয়। তবে ভারতীয় টেস্ট দলে এই মুহূর্তে ওপেনিং করছেন যশস্বী জয়সওয়াল এবং কে এল রাহুল। তারা এবারের স্কোয়াডেও রয়েছেন। এদিকে অধিনায়ক শুভমান গিলকেও ওপেনিং করানো হচ্ছে। মনে করা হচ্ছে, তৃতীয় ওপেনার হিসেবে হয়তো অভিমন্যুকে জায়গা দিতে পারেন প্রধান কোচ।
ফের বাদ সরফরাজ খান
ভারতীয় দলের মিডল অর্ডারে রয়েছেন গিল, দেবদত্ত পাড়িক্কল, সাই সুদর্শন , ধ্রুব জুরেলরা। অনেকেই মনে করছেন, শক্তিশালী ব্যাটিং লাইনআপ থাকার কারণেই ফের আরও একটা টেস্ট সিরিজের স্কোয়াড থেকে বিতাড়িত তরুণ ক্রিকেটার সরফরাজ খান। কেউ কেউ অবশ্য গোটা বিষয়টিকে গৌতম গম্ভীরের সাথে মিলিয়ে ভারতীয় তারকা খান পদবিটিকে কারণ হিসেবে খাড়া করছেন।
বোলিং বিভাগ
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের বোলিং বিভাগে রবীন্দ্র জাদেজার মতো অলরাউন্ডারদের পাশাপাশি অক্ষর প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ এবং বাংলা দল থেকে জোরে বলার আকাশদীপ তালিকায় রয়েছেন। তবে বাদ পড়েছেন শামি এবং প্রসিদ্ধ কৃষ্ণা।
অবশ্যই পড়ুন: ট্রেনে দাপট দেখাচ্ছে বৃহন্নলারা? শুধু করুন এই কাজ! বাকিটা দেখে নেবে রেল
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ঘোষিত টেস্ট দল
শুভমন গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাড়িক্বল, ধ্রুব জুরেল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ এবং আকাশদীপ।