ফিরল শীত, কলকাতায় নামল পারদ! দক্ষিণবঙ্গে এবার জাঁকিয়ে ঠান্ডা? বৃষ্টি এক জেলায়

south bengal winter weather

সহেলি মিত্র, কলকাতা: দক্ষিণবঙ্গে শীত (South Bengal Winter) যেন থম মেরে গিয়েছে। বলা ভালো স্তব্ধ হয়ে গিয়েছে। এখন সকলের একটাই প্রশ্ন ঠান্ডা কৈ? কবেই বা ফের জাঁকিয়ে শীতের কবলে পড়বে বাংলা? সেই নিয়ে এখনো সুখবর শোনাতে পারেনি আবহাওয়া অফিস। তবে হঠাৎ করেই যেন শহর কলকাতায় একটু ছন্দপতন ঘটল। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আজ শনিবার বেশ খানিকটা কমল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। কতটা কমল? তাহলে কি অবশেষে শীত আসছে? চলুন সবটা জেনে নেবেন ঝটপট।

তাপমাত্রা কমল কলকাতার

জনা গিয়েছে, নতুন করে শহর কলকাতার তাপমাত্রা কমল বেশ খানিকটা। যেখানে শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৬ ডিগ্রি কম। শনিবার তা সামান্য কমে হয়েছে ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৫ ডিগ্রি বেশি। এ ছাড়া, শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি কম। তবে কি শীতের কামব্যাক ঘটল বাংলায়? এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে আলিপুর।

বঙ্গোপসাগরে বর্তমানে ঘনাচ্ছে একটি নিম্নচাপ। অপরদিকে নভেম্বর মাসের শেষে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনাও প্রকাশ করেছে হাওয়া অফিস। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর এবং দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিনে রাতের তাপমাত্রার তেমন কোনও হেরফের হবে না। সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকতে পারে। তবে তার জন্য সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

বৃষ্টির সম্ভাবনা

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ আবার উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ ২২ নভেম্বর এবং আগামীকাল ২৩ নভেম্বর উত্তরবঙ্গের দার্জিলিং জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুনঃ দীর্ঘক্ষণ বন্ধ থাকবে টিকিট বুকিং পরিষেবা! মাথায় হাত রেল যাত্রীদের

এদিকে আন্দামান সাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। মৌসম ভবনের ঘূর্ণিঝড় পরিদর্শন কেন্দ্র থেকে তার জন্য সতর্কতা জারি করা হয়েছিল। বঙ্গোপসাগরের কিছু অংশেও এর প্রভাব পড়েছে। এর ফলে আন্দামান সংলগ্ন সমুদ্র কিছুটা উত্তাল রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, ওই সমুদ্রে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। তা চলবে ২৪ নভেম্বর, সোমবার পর্যন্ত। মঙ্গলবারেও সমুদ্রে হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার।

Leave a Comment