ফিলিকো জুয়েলারি জল, ১ লিটারের দাম ১.১৬ লক্ষ টাকা! বিশেষত্ব জানেন?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জলের আবার দাম হয় নাকি! অতীতে বিনামূল্যে তৃষ্ণা নিবারণ করার একমাত্র তরল পদার্থ ছিল জল। তবে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে টাকার জোরে তা বিকোচ্ছে বাজারে। বছরের পর বছর কাটিয়ে বর্তমান সময়ে এক লিটার পানীয় জলের দাম এসে দাঁড়িয়েছে 20 টাকায়।

কেউ কেউ আবার এর থেকে বেশি দাম দিয়েও জল কেনেন। তবে সেক্ষেত্রে তার মূল্য খুব বেশি হলে 40 থেকে 50 টাকা হবে! কিন্তু জলের দাম লাখ টাকা শুনেছেন কখনও? আসলে একসময়ে প্রকৃতির দান হিসেবে যা বিনামূল্যে পাওয়া যেত, বর্তমানে সেই জলের দাম লক্ষাধিক টাকায় পৌঁছেছে! হ্যাঁ, জাপানে এক নামি সংস্থার বোতলজাত জলের দাম 1 লক্ষেরও বেশি।

এক লিটার জলের দাম 1.16 লক্ষ টাকা

মানুষের বেঁচে থাকার রসদ জল। তাই তো জলের আরেক নাম জীবন। তবে জীবনরূপী এই পানীয় কিনতে লাখ টাকা খরচ করেন জাপানের বাসিন্দারা। আসলে, বিশ্ব বাজারে সবচেয়ে দামি পানীয় জল সংস্থাগুলির মধ্যে প্রথম সারিতে নাম রয়েছে জাপানের বোতলজাত জল সংস্থা ফিলিকো জুয়েলারি ওয়াটারের।

হ্যাঁ, নামের সাথে সাথে দামেও সোনার মতোই তেজ তার। রিপোর্ট অনুযায়ী, বর্তমানে এই সংস্থার জলের দাম 1390 ডলার প্রতি লিটার। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় 1 লক্ষ 16 হাজার টাকা! ভাবা যায়! কিন্তু এত দাম দিয়ে জল কেনেন কারা?

খোঁজ নিয়ে জানা গেল, জাপান থেকে শুরু করে বিশ্বের এমন বহু দেশের নাগরিকরা মূলত ফিলিকো জুয়েলারি সংস্থার বোতলজাত পানীয় জল কেনার ক্ষেত্রে এর প্যাকেজিং দেখেই বেশি আকৃষ্ট হন। এক সমীক্ষা থেকে জানা গিয়েছে, মূলত এই জনপ্রিয় সংস্থার বোতল জলের প্যাকেজিংয়ের কারণেই লক্ষ টাকা দিয়ে হলেও এই জল কিনে নিয়ে যান অনেকেই। তবে শুধু প্যাকেজিংয়ের জন্যই নয়, আরও কিছু বিশেষ কারণে এই জলের দাম এত বেশি।

Fillico Jewelry Water one litre price 1.16 Lakh But Why

অবশ্যই পড়ুন: ভারতে মাত্র ২০ লক্ষ মানুষই পাবেন স্টারলিঙ্কের ইন্টারনেট! স্পিড, খরচ কত? জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

কেন এত দাম এই জলের?

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফিলিকো জুয়েলারি যে জল বিক্রি করে, তা মূলত জাপানের কোবেতে অবস্থিত একটি প্রাকৃতিক ঝর্ণা থেকে নেওয়া। এখানেই শেষ নয়, প্রাকৃতিক ঝর্ণার জলকে শুদ্ধ জলে রূপান্তরিত করায় এই জলের জনপ্রিয়তা তো রয়েছেই, সেই সাথে এই বোতলজাত জলের গায়ে সূক্ষ্ম গয়নার টুকরো দিয়ে নকশা করা হয়।

আসলে বোতলের গায়ে এই সোনার গয়নার নকশার কারণেই এর সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে! একই সাথে লোকোমুখে প্রচলিত, এই জল পান করলে নাকি শারীরিক অসুস্থতা দূর হয় এবং ত্বক থাকে নতুনের মতো। মূলত এইসব কারণেই লক্ষাধিক টাকা খরচ করে ফিলিকোর বোতল জল কেনেন অনেকেই!

Leave a Comment