সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি যদি বিনিয়োগ করার চিন্তাভাবনা করে থাকেন, তাহলে আপনার জন্য রইল বিরাট সুখবর। কারণ, এই প্রতিবেদনে দেশের সবথেকে বড় বীমা সংস্থা এলআইসি-র এমন একটি স্কিম নিয়ে কথা বলব, যেখানে একবার বিনিয়োগ করলেই সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকে। হ্যাঁ, এলআইসি-র এই স্কিমটি ফিক্সড ডিপোজিট কিংবা রেকারিং ডিপোজিটের থেকেও বেশি পরিমাণে রিটার্ন দেয়। বিস্তারিত জানতে অবশ্যই প্রতিবেদনটি পড়ুন।
কোন স্কিমের কথা বলছি আমরা?
আসলে আজ আমরা বলছি এলআইসি-র অমৃত বাল স্কিমের (LIC Amritbaal Scheme) কথা। এই স্কিমটি একটি নন-লিঙ্কড জীবন বীমা পলিসি হিসেবে কাজ করে। আর এটি বিশেষভাবে শিশুদের জন্যই তৈরি করা হয়েছে। এই স্কিমে বাবা-মা তাদের সন্তানদের নামে বিনিয়োগ করতে পারে। আর সেক্ষেত্রে সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হয়। এই পলিসি ভবিষ্যৎ সুরক্ষার পাশাপাশি ভালো পরিমাণে রিটার্ন দিয়ে থাকে।
কত টাকা বিনিয়োগ করবেন?
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, এলআইসি-র এই স্কিমে সর্বনিম্ন ২ লক্ষ টাকা বিনিয়োগ করতে হয়। তবে আপনি যদি এর বেশি বিনিয়োগ করতে চান, তাহলেও সুযোগ রয়েছে। এখানে বিনিয়োগের কোনও ঊর্ধ্বসীমা নেই। যত খুশি তত বিনিয়োগ করতে পারবেন। আর অনলাইনে এই পলিসি কিনলে আপনি অতিরিক্ত ছাড়ও পাবেন।
তবে সবথেকে বড় ব্যাপার, আপনি যদি এই পলিসিতে বিনিয়োগ করতে চান, তাহলে বিভিন্ন রকম বিকল্প রয়েছে। আপনি একবারও পেমেন্ট করতে পারেন, অথবা কিস্তিতে টাকা জমা করতে পারবেন। সহজ কথায় বলতে গেলে, আপনি আপনার সুবিধা অনুযায়ী এই স্কিমে প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন। সেক্ষেত্রে মাসিক, ত্রৈমাসিক, অর্ধ বার্ষিক বা বার্ষিক পেমেন্টের সুবিধা রয়েছে। আর এলআইসি-র এই স্কিমের মেয়াদ হয়ে থাকে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ২৫ বছর।
আরও পড়ুন: বাংলাদেশ থেকে আসা ৩৫ জন হিন্দুকে ভারতীয় নাগরিকত্ব দিল ওড়িশা সরকার!
সবথেকে বড় ব্যাপার, এই পলিসিতে বোনাসের সুবিধা মেলে। প্রতিবছর পলিসি প্রতি ১০০০ টাকা বিনিয়োগের জন্য ৮০ টাকা করে রিটার্ন দেওয়া হয়। আর এই পলিসিতে বিনিয়োগ করতে হলে সন্তানের বয়স ৩০ দিনের বেশি হতে হবে। তাহলেই বিনিয়োগ করা যাবে। তবে বিনিয়োগের জন্য সর্বোচ্চ বয়স চাওয়া হয় ১৩ বছর। তাই আপনি যদি সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান, তাহলে আজই এলআইসির অমৃত বাল স্কিমে বিনিয়োগ করুন এবং চিন্তামুক্ত হন।