ফুঁসছে নিম্নচাপ, আরও ২ ডিগ্রি নামবে পারদ, দক্ষিণবঙ্গের দুই জেলায় শৈতপ্রবাহ, আজকের আবহাওয়া

South Bengal Winter Weather Today

সহেলি মিত্র, কলকাতা: রেকর্ড ঠান্ডায় কাঁপছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ। বিগত কয়েক দশকে মানুষ কবে এরকম শীত উপভোগ করেছেন সেটা কেউ মনে করতে পারছেন না। এর আগে ২০১৮ সালে তিলোত্তমার পারদ নেমেছিল ১০.৮ ডিগ্রিতে। এরপর মঙ্গলবার শহরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.২ ডিগ্রিতে। নতুন বছরের শুরুতেই কলকাতা শহরের পারদ নেমে গিয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির পারদ ১০-এর নিচে। এক কথায় অস্বাভাবিক ঠান্ডার সম্মুখীন হচ্ছে সমগ্র বাংলা। তারওপর সাগরে আবার নিম্নচাপের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে আজ বুধবারও কি বাংলা তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচেই থাকবে? চলুন জেনে নেবেন সবটা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আলোচনা করে নেওয়া যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, বীরভূম ও পূর্ব বর্ধমানে কোল্ড ডে ও কোল্ড ওয়েভের পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ‘কোল্ড ডে’ থাকবে। সকালে অগভীর থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, বিকেলে মূলত পরিষ্কার আকাশ থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ১৮ ডিগ্রি সেলসিয়াস এবং ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: এক প্রিমিয়ামেই আজীবন সঞ্চয়, সুরক্ষা! নতুন প্ল্যান আনছে LIC

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (IMD) জানিয়েছে যে উত্তর-পশ্চিমী হাওয়ার সক্রিয়তার কারণে কলকাতায় অস্বাভাবিক ঠান্ডা পড়ছে। IMD -র পূর্বাভাস অনুযায়ী আগামী দিনে কলকাতা শহরে তাপমাত্রা আরও বেশ খানিকটা কমতে পারে।  আজ ৭ জানুয়ারি অবধি এরকম শীতের স্পেলিং অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। এরপর আগামী দুই দিনের মধ্যে তাপমাত্রা আরও ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে, কোচবিহার এবং জলপাইগুড়ির মতো জেলাগুলিতেও ঘন কুয়াশার সতর্কতা জারি রয়েছে। এর পাশাপাশি সিকিম এবং দার্জিলিং-এর উঁচু অঞ্চলে হালকা বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশার প্রভাব ইতিমধ্যেই সকালের যাতায়াত ব্যবস্থার উপর পড়তে শুরু করেছে, প্রধান মহাসড়কগুলিতে যানবাহনের গতি কম রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে? সামনে এল বড় আপডেট

তৈরী নিম্নচাপ

আবহাওয়ার সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে। যা আগামী ২৪ ঘণ্টায় শক্তিশালী হয়ে ডিপ্রেশনে পরিণত হতে পারে। এছাড়াও ত্রিপুরা সংলগ্ন একটি এলাকায় ঘূর্ণাবর্ত সক্রিয় হয়েছে। এই দুই সিস্টেমের ফলে পশ্চিমবঙ্গ জুড়ে উত্তর পশ্চিম ও উত্তর দিক থেকে ঠান্ডা হাওয়া বইবে।

Leave a Comment