ফুচকা খেয়েই বমি-পায়খানা, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ৩৫

Chandrakona

সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় (Chandrakona) ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। ফুচকা খেয়েই গুরুতর অসুস্থ হয়ে পড়েছে ৩৫ জন মানুষ। বমি আর পায়খানার উপসর্গ নিয়েই তাঁদের বেশিরভাগকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে চন্দ্রকোণার ১ নম্বর ব্লকের ক্ষীরপাই এলাকায়। তবে কী এমন ছিল ওই ফুচকায়?

ফুচকা খেয়ে হঠাৎ করেই অসুস্থতা

স্থানীয় রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যাবেলা ক্ষীরপাই এলাকার মানুষজন ফুচকা খেতে গিয়েছিল। তবে যারা ফুচকা খেয়েছে, রাত বাড়তেই তাঁদের মধ্যে দেখা যায় অসুস্থতা। কারও প্রবল পেটে ব্যথা, আবার কারও বমি, এমনকি ডায়রিয়ার মতো উপসর্গও দেখা যায়। রাতভর অস্থির পরিস্থিতির পর সকালে তাঁদেরকে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সেখানে ১৫ জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আর বাকিদের স্থানীয় ডাক্তাররা চিকিৎসা করছেন।

অসুস্থ ব্যক্তিদের পরিবার দাবি করছে, যারা ফুচকা খেয়েছে, তাঁরাই শুধুমাত্র আক্রান্ত হয়েছে। তাঁদের কথায়, ফুচকার জল কিংবা আলু মাখার ভেতরে কোনওরকম বিষাক্ত উপাদান হয়তো মেশানো ছিল। মাধবপুরের এক বাসিন্দা রঞ্জন রায় বলেছেন, আমার দুটো ছেলে এই হাসপাতালে ভর্তি। দুজনেই ফুচকা খেয়েছিল। যতজন খেয়েছে সবাই অসুস্থ।

অন্যদিকে গুরুপদ সিং নামের আরও এক স্থানীয় বাসিন্দা বলছে, বাচ্চা থেকে বুড়ো, যারা এই ফুচকা মুখে দিয়েছে, তাঁদের প্রত্যেকেরই বমি আর পায়খানা শুরু হয়েছে। আমার স্ত্রীও ভর্তি রয়েছে। তবে আমার মেয়ে শুধু শুকনো ফুচকা খেয়েছিল, জল খায়নি। তাই সেরকম কোনও এফেক্ট পড়েনি। তবে ওই ফুচকার জলেই কোনওরকম বিষক্রিয়া ছিল, যার ফলে এই ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাসে চাকরি! স্টিল অথরিটিতে প্রচুর শূন্যপদে নিয়োগ

আতঙ্কে স্থানীয় মানুষজন

এদিকে ক্ষীরপাই হাসপাতালের ডাক্তাররা জানাচ্ছে, আপাতত রোগীদের প্রাথমিক চিকিৎসা চলছে। বেশিরভাগইকেই পর্যবেক্ষণ অবস্থায় রাখা হয়েছে, আর গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এলাকায় আর কেউ ফুচকা খেতেই সাহস পাচ্ছে না। প্রশাসনের কাছে অনেকেই এই বিষয়ে খতিয়ে দেখার দাবি তুলেছে। এমনকি চন্দ্রকোণা ব্লক প্রশাসনও এই ঘটনার পর নড়েচড়ে বসেছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ফুচকার ভেতরে বা জলের ভেতরে কোনওরকম ফুড পয়জন ছিল। তবে এ বিষয়ে প্রশাসন খতিয়ে দেখছে।

Leave a Comment