ফুলকি, জগদ্ধাত্রীর পর শেষ হচ্ছে জি বাংলার আরেক মেগা! মন খারাপ দর্শকদের

Zee Bangla SIT Bengal

সহেলি মিত্র, কলকাতাঃ সিরিয়াল প্রেমীদের জন্য রইল খারাপ খবর। এবার ঝাঁপ বন্ধ হতে চলেছে জি বাংলার (Zee Bangla) আরও এক জনপ্রিয় মেগার। এমনিতেই জি বাংলার জনপ্রিয় দুটি মেগা জগদ্ধাত্রী এবং ফুলকি শেষ হয়ে যাওয়ার শোক কাটিয়ে উঠতে পারেননি দর্শকরা, এসবের মাঝেই আরও একটি মেগা বন্ধ হওয়ার খবর শোনা যাচ্ছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আপনিও সিরিয়াল দেখতে পছন্দ করেন? জানতে ইচ্ছুক কোন মেগা ধারাবাহিক বন্ধ হচ্ছে? জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

বন্ধ হয়ে যাচ্ছে আরও একটি সিরিয়াল

দীর্ঘদিন ধরে চলা মেগা সিরিয়াল বন্ধ হওয়া কিন্তু মুখের কথা নয়, তবে এবার সেটাই হল। যে কারণে বেজায় মন খারাপ সিরিয়াল-প্রেমীদের। এমনিতে বেশ কিছু সময় ধরে বাংলা চ্যানেলগুলি যেমন জি বাংলা, স্টার জলসা, কালার্স বাংলা, সান বাংলায় একের পর এক সিরিয়াল আসছে তো আবার কিছু সিরিয়ালে পথ চলাও বন্ধ হচ্ছে। এবারও তেমনি একটি সিরিয়ালের কপাল পুড়ল। আর সেই সিরিয়ালের নাম হল S.I.T বেঙ্গল । শুনতে অবিশ্বাস্যকর লাগলেও এটাই সত্যি।

আরও পড়ুনঃ ১০০ এক্সপ্রেস, মেলের তৎকাল টিকিটে OTP বাধ্যতামূলক করল রেল, তালিকায় হাওড়ারও ট্রেন

জানা গিয়েছে, মাসের পর মাস ধরে জি বাংলা সোনারের অন্যতম শো S.I.T বেঙ্গল চলছিল। সিরিয়ালের মুখ্য ভূমিকায় ছিলেন অভিনেতা ঋষি কৌশিক, অভিনেত্রী রুকমা রায় প্রমুখ। এই সিরিয়াল ছিল একদম রহস্যে মোড়া। একদিকে যখন একটা ছেলে বা মেয়েকে নিয়ে দুজনের টানাটানি, শাশুড়ি বৌমার লড়াই দেখতে দেখতে ক্লান্ত হয়ে গিয়েছিলেন দর্শক, তখন একেবারে ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হয়েছিল এই সিট বেঙ্গল। বহুদিন পর এরকম টানটান একটি মেগা দেখে খুশি হয়েছিলেন সকলে। তবে এবার এই মেগারও পথচলা শেষ হচ্ছে বলে শোনা যাচ্ছে।

আরও পড়ুনঃ নতুন বছরের শুরুতেই একগাদা ট্রেন বাতিল, তালিকা দিল দক্ষিণ-পূর্ব রেল

আবেগঘন মুহূর্ত তুলে ধরলেন অভিনেতা

সিরিয়াল বন্ধের খবরে সিলমোহর দিয়েছেন সিট বাংলার অন্যতম পরিচিত মুখ জ্যামি বন্দ্যোপাধ্যায়। ফেসবুক পোস্টে শ্যুটিংয়ের শেষদিনের আবেগঘন মুহূর্ত তুলে ধরেছেন অভিনেতা। গ্রুফফিতে হাসিমুখে পোজ দিচ্ছেন ফাল্গনী চট্টোপাধ্যায়, রুকমা-ঋষি কৌশিক, বাসবদত্তারা। ছিলেন জ্যামিও। ছবির ক্যাপশনে জ্যামি লেখেন, ‘শেষদিনের শ্যুটিং, সিট বাংলা।’ কমেন্ট বক্সে উপচে পড়ছে দর্শকদের হাতশা। একজন লেখেন, ‘এত দ্রুত সিট বাংলা শেষ হচ্ছে কেন?’ অনেকের মনেই এই প্রশ্ন! হ্যাঁ, সিট বাংলার সিজন ১-এর সফর থামছে। ১০০ পর্বের নির্ধারিত গল্প এটি। সেই মতো সিজন ১-এ যবনিকা। অপর পোস্টে জ্যামি লেখেন, ‘সবাইকে অনেক অনেক ভালবাসা,আশা করি খুব তাড়াতাড়ি আবার দেখা হবে।’ জ্যামি জানিয়েছেন, ২রা জানুয়ারি পর্যন্ত টিভির পর্দায় দেখা যাবে তাঁদের।

Leave a Comment