সহেলি মিত্র, কলকাতাঃ এসে গেল আরও একটা বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার দিনটি সিরিয়াল প্রেমীদের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। এর কারণ লক্ষ্মীবারে আসে প্রতিটি সিরিয়ালের রিপোর্ট কার্ড অর্থাৎ টিআরপি তালিকা (TRP List)। আজও সেটার ব্যতিক্রম ঘটল না। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও টিআরপি তালিকায় মেগা বদল ঘটেছে। আপনিও কি জানতে ইচ্ছুক যে এই সপ্তাহে স্টার জলসা নাকি জি বাংলা, কোন চ্যানেলের কোন মেগা বেঙ্গল টপার হয়েছে? তাহলে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
প্রকাশ্যে TRP তালিকা
মূলত ছোট পর্দার কোন ধারাবাহিক বা শো কেমন স্কোর করেছে , তা জানার একমাত্র উপায় হল এই টিআরপি (TRP)। সাধারণত বৃহস্পতিবার সামনে আসে রেটিং চার্ট। বর্তমান সময়ে বাংলা টেলিভিশনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কোন সিরিয়াল কাকে টেক্কা দিয়ে এগিয়ে যাবে সেই নিয়ে চলছে লড়াই ।
আরও পড়ুনঃ ব্যবসা বন্ধ হওয়ায় ভোলবদল! ভারতের সাথে বন্ধুত্ব চায় বাংলাদেশ, কিন্তু… বিরাট মন্তব্য ইউনূসের
তবে এই সপ্তাহে বিরাট রদবদল হয়েছে রেটিং চার্টে। যা দেখে চমকে গিয়েছেন সকলে। গত সপ্তাহে জোড়া বেঙ্গল টপার পেয়েছিলেন দর্শকরা। কিন্তু এবারে একটি সিরিয়ালই চলতি সপ্তাহের সেরার মুকুট ছিনিয়ে নিয়েছে। নিশ্চয়ই ভাবছেন যে কে এবারে বেঙ্গল টপার হয়েছে? তাহলে জানিয়ে রাখি, সেই সিরিয়ালটি হল স্টার জলসার ‘পরশুরাম, আজকের নায়ক।’
এক নজরে সেরা ১০ সিরিয়াল
- প্রথম- পরশুরাম 6.7
- দ্বিতীয়- পরিণীতা, ফুলকি 6.4
- তৃতীয়- জগদ্ধাত্রী 6.3
- চতুর্থ- রাঙামতি 6.1
- পঞ্চম- চিরসখা 5.5
- ষষ্ঠ- গৃহপ্রবেশ 5.4
- সপ্তম- কোন গোপনে মন ভেসেছে 5.3
- অষ্টম- অনুরাগের ছোঁয়া, চিরদিনই তুমি যে আমার, রোশনাই 4.7
- নবম- মিত্তির বাড়ি 4.0
- দশম- গীতা LLB 3.6।