ফেডারেশন-FSDL এর যৌথ প্রস্তাব সুপ্রিম কোর্টে, ISL-র দায়িত্ব পাবে নতুন সংস্থা?

AIFF-FSDL Join Proposal To Supreme Court On ISL

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগের জট কবে কাটবে? উত্তরের অপেক্ষায় হাপিত্যেশ করে বসে রয়েছে সমর্থকরা। এদিকে আলোচনার পর বৃহস্পতিবার যৌথভাবে সুপ্রিম কোর্টের কাছে প্রস্তাব (AIFF-FSDL Joint Proposal) পেশ করেছে ফেডারেশন এবং FSDL।

শীর্ষ আদালতের কাছে পেশ করা প্রস্তাবে ISL এর পরিচালন সংস্থা FSDL স্পষ্ট জানিয়েছে এই মুহূর্তে তারা টুর্নামেন্ট আয়োজন করতে পারবে না। ফেডারেশন চাইলে টেন্ডার ডাকতে পারে। অর্থাৎ ডিসেম্বরেই ISL আয়োজনের প্রস্তাবে শীর্ষ আদালতের কাছে আবেদন জানিয়েছে দুপক্ষ।

চুক্তির শর্ত ছেড়ে দিচ্ছে FSDL?

বৃহস্পতিবার শীর্ষ আদালতের কাছে রাখা প্রস্তাবে FSDL সাফ জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগ আয়োজন করা তাদের পক্ষে সম্ভব নয়। ফেডারেশনের সাথে চুক্তির শর্ত ছেড়ে দিচ্ছে তারা। সেই মতোই, AIFF-কে জানিয়ে দেওয়া হয়েছে, ফেডারেশন চাইলে ISL চালানোর জন্য নতুন টেন্ডার ডাকতেই পারে।

সেই টেন্ডার অনুযায়ী অন্য কোনও সংস্থা আসন্ন মরসুমে ISL আয়োজন করতে পারে, তাতে FSDL এর কোনও সমস্যা নেই। সূত্রের খবর, ইন্ডিয়ান সুপার লিগের জন্য ফেডারেশনের সাথে নতুন চুক্তির স্বার্থে দীর্ঘদিন আওয়াজ তুললেও FSDL নাকি ঘনিষ্ঠ মহলে জানিয়েছে তারা চুক্তির অধিকার ছেড়ে দিয়েছে শুধুমাত্র ভারতীয় ফুটবলের স্বার্থে।

কেন অস্থায়ী চুক্তিতে গেল না FSDL?

সম্প্রতি শোনা গিয়েছিল, ফেডারেশনের বর্তমান কমিটির সাথে আলোচনার ভিত্তিতে অস্থায়ীভাবে এবারের মতো ISL আয়োজন করতে পারে FSDL। কোনও মতে এপ্রিল পর্যন্ত অস্থায়ী ভিত্তিতে চুক্তি বাড়িয়ে ইন্ডিয়ান সুপার লিগ টেনে দেওয়া গেলে FSDL এর কাছে নির্বাচনের পর নতুন ফেডারেশন কমিটির সাথে চুক্তি নবীকরণ নিয়ে আলোচনার জায়গা থাকতে পারতো।

তবে সেই পথে হাঁটল না ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড। কিন্তু কেন? স্পোর্স্টস্টারের রিপোর্ট অনুযায়ী, পুরনো শর্ত মেনে অস্থায়ী ভিত্তিতেও চুক্তিতে যেতে চায়না FSDL। আসলে সংস্থাটি মনে করে, অস্থায়ী ভিত্তিতে ফেডারেশনের সাথে চুক্তি বাড়িয়ে নিলে পরে আইনি জটিলতায় পড়তে হতে পারে। তাই নির্দিষ্ট আইন মেনে টেন্ডার ডাকুক ফেডারেশন।

অবশ্যই পড়ুন: উদাসীন রাজ্য সরকার! আটকে ৩৫,০০০ কোটির বারাণসী-কলকাতা এক্সপ্রেসওয়ের কাজ

প্রসঙ্গত, ইন্ডিয়ান সুপার লিগের স্বার্থে FSDL এবং ফেডারেশনের যৌথ প্রস্তাব নিয়ে ভাবনা চিন্তা করবে সুপ্রিম কোর্ট। রিপোর্ট অনুযায়ী, এ বিষয়ে আগামী সোমবার চূড়ান্ত রায় দেবে দেশের শীর্ষ আদালত। বর্তমানে সে দিকেই তাকিয়ে ইন্ডিয়ান সুপার লিগের 13টি ক্লাব।

Leave a Comment