বিক্রম ব্যানার্জী, কলকাতা: আসন্ন ফেব্রুয়ারিতেই পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন। হিসেব বলছে, বিধানসভা নির্বাচনের আগে এটিই মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান সরকারের (Government of West Bengal) শেষ অধিবেশন। সূত্রের খবর, এই অধিবেশনেই অন্তর্বর্তী বাজেট পেশ করতে পারেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ফলে সে দিকেই তাকিয়ে রাজ্যবাসী। যদিও 2021 সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারেও যে তেমনটা হবে, সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না অনেকেই।
বিধানসভা অধিবেশনে হতে পারে বড় ঘোষণা
এবছরের বিধানসভা অধিবেশন সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন। তার উপর রাজ্যের তরফে অন্তর্বর্তী বাজেট পেশ হলে মমতা সরকারের তরফে রাজ্যবাসীর জন্য নতুন পুরনো একাধিক প্রকল্পে বরাদ্দ বাড়ানোর ঘোষণাও আসতে পারে বলেই ইঙ্গিত মিলেছে। ফলে রাজনৈতিক এবং প্রশাসনিক উভয় মহলে এ নিয়ে কৌতুহল সপ্তমে চড়েছে। তাছাড়াও এই
টি যেহেতু সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন ফলে রাজ্যবাসীর জন্য বড়সড় কিছু চমক থাকতে পারে।
আরও পড়ুনঃ বাংলায় কত হাজার কোটির রেল প্রকল্প চলছে? জানাল কেন্দ্র! অঙ্ক জেনে ভিরমি খাবেন
বেশ কিছু সূত্র দাবি করছে, আসন্ন ফেব্রুয়ারির অধিবেশনে সরকারি ও বেসরকারী প্রস্তাবের উপর আলোচনার পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ বিল পাস হওয়ার সম্ভাবনা থাকছে। তৃণমূলের কয়েকটি সূত্র এও বলছে, এ বছর অধিবেশনে প্রশাসনিক কাঠামো থেকে শুরু করে জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্প এবং তার সাথে যুক্ত কিছু সংশোধনী আইনি স্বীকৃতি পেতে পারে। এছাড়াও স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক এবং গ্রামীণ উন্নয়ন ও কর্মসংস্থান এই ক্ষেত্রগুলিতে বিশেষ গুরুত্ব দিতে পারে রাজ্য সরকার।
অবশ্যই পড়ুন: কোচ হিসেবে খেল দেখালেন সৌরভ, SA20-তে শীর্ষে মহারাজের দল
শোনা যাচ্ছে, মমতা সরকারের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী সহ একাধিক প্রকল্পে বরাদ্দ বাড়াতে পারে সরকার। অর্থাৎ এই অধিবেশনে বড়সড় ঘোষণা এলে বিভিন্ন প্রকল্প মারফত বর্তমান সময়ের থেকে বেশি অর্থ ঢুকবে আমজনতার পকেটে। বিশ্লেষক মহলের দাবি, সামনেই যেহেতু বিধানসভা নির্বাচন। ফলে জনগণকে খুশি করতে কিছু নতুন প্রকল্পও চালু করে দিতে পারে এ রাজ্যের সরকার। সেই সাথে পুরনো প্রকল্পগুলিতে কীভাবে সাধারণ মানুষের আরও কল্যাণ করা যায় সেদিকেও বিশেষ গুরুত্ব দিতে পারে, মমতা সরকার। সব মিলিয়ে, ভোটের আগে সমাজের স্বার্থে উন্নয়নমূলক কাজে আরও বেশি করে নজর দিয়ে নিজেদের রিপোর্ট কার্ড ভাল রাখতে চাইবে বর্তমান সরকার।
তবে রাজ্য সরকারের আসন্ন একাধিক পদক্ষেপের পাশাপাশি নজর কাড়বে প্রধান বিরোধী বিজেপির বিভিন্ন কৌশলও। অনেকেই বলছেন, ওয়াকিবহাল মহলের মতে, বর্তমান সরকারের নানান ভুল সিদ্ধান্ত ও তৃণমূলের অন্যান্য অনৈতিক দিকগুলো তুলে ধরে জোরালো আক্রমণ শানাবে শুভেন্দু অধিকারীর দল। তবে বিজেপির আক্রমণ রুখতে নিজেদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান দেখিয়ে বিরোধী পক্ষের মোকাবিলা করতে পিছপা হবে না তৃণমূল সরকার, এমনটাই মত বিশ্লেষক মহলের একাংশের।