ফের ইস্টবেঙ্গলের সংসার ভাঙল মোহনবাগান! সবুজ মেরুনে আসছেন তারকা ফুটবলার

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিগত মরসুমগুলিতে প্রতিবেশী মোহনবাগানের (Mohun Bagan SG) তরফে একের পর এক ধাক্কা পেয়েছে কলকাতা ময়দানের প্রধান ইস্টবেঙ্গল। আজও সেই ধারা অব্যাহত রয়েছে বলা যায়। সম্প্রতি লাল হলুদের নজরে থাকা জাতীয় দলের দুই বড় তারকা মেহতাব সিং ও অভিষেক সিংকে মোটা টাকার প্রস্তাব দিয়ে নিজেদের দিকে ঘুরিয়েছে সবুজ মেরুন।

তবে মেহতাবের খবর এখনও নিশ্চিত না হলেও, শীঘ্রই অভিষেক সিংকে সই করাচ্ছে বাগান। এমতাবস্থায়, এল আরও এক খবর। জানা যাচ্ছে, লাল হলুদের ঘর ভেঙে এবার এক তরুণ তারকাকে দলে নিচ্ছে সবুজ মেরুন ম্যানেজমেন্ট। আপাতত যা খবর, মূলত ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের ফুটবলারকে বিনামূল্যের ট্রান্সফারে দলে ভেড়াচ্ছে কলকাতার এই ঐতিহ্যবাহী ক্লাব।

কাকে দলে নিচ্ছে মোহনবাগান?

বেশ কয়েকটি জনপ্রিয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইস্টবেঙ্গলের রিজার্ভ দলে খেলা তরুণ ফুটবলার গুরনাজ সিং গ্রেওয়ালাকে একেবারে বিনামূল্যের ট্রান্সফারে সই করাতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, ইস্টবেঙ্গল থেকে পরবর্তী ঠিকানা মোহনবাগান হলেও, এখনই প্রধান দলে জায়গা পাবেন না তিনি। জানা যাচ্ছে, মূলত সবুজ মেরুনের রিজার্ভ দলের হয়েই মাঠে নামতে হবে গুরনাজকে।

কলকাতা লিগে খেলবেন গুরনাজ

একাধিক প্রতিবেদন মারফত খবর, লাল হলুদের ঘরে ঢুকে গুরনাজকে রিজার্ভ দলে নেওয়ার কারণটা আসলে কলকাতা লিগ। হ্যাঁ, এই ঘরোয়া লিগে খেলানোর জন্যই লাল হলুদের এই বড় তারকাকে এবার সই করাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। সূত্রের যা খবর, আগামী 30 জুন পুলিশ এসির বিরুদ্ধে ম্যাচ রয়েছে মোহনবাগানের। মনে করা হচ্ছে এই ম্যাচেই লাল হলুদের এই প্রাক্তন তারকাকে খেলানো হতে পারে। সেক্ষেত্রে খুব শীঘ্রই গুরনাজকে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে মোহনবাগান।

অবশ্যই পড়ুন: বাংলাদেশকে আরেকটি ধাক্কা! স্থলপথে পাট পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ ভারতের

উল্লেখ্য, ভারতের অনূর্ধ্ব-17 দলে খেলার অভিজ্ঞতা রয়েছে গুরনাজের। পাশাপাশি ইস্টবেঙ্গলের হয়ে খেলেছেন ডুরান্ড কাপেও। তবে দুঃখের বিষয় লাল হলুদ জার্সি গায়ে মাত্র একবারই ডুরান্ডের ময়দান দখলের সুযোগ হয়েছিল তাঁর। তবে সে ক্ষেত্রেও মাঠে ছিলেন মাত্র 14 মিনিট। এবার সেই 18 বছর বয়সী ফুটবলারেরই গন্তব্য হতে চলেছে মোহনবাগান।

Leave a Comment