বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের 22 গজে উঠতে পারে বৈভব ঝড়। আসন্ন অনূর্ধ্ব 19 এশিয়া কাপে মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান। আর সেই আসরেই ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলতে পারেন বিহারের 14 বছর বয়সি বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ব্যাট হাতে একেবারে ঝড় তুলেছিলেন রাজস্থান রয়্যালসের উদীয়মান তারকা। যদিও দুঃখের বিষয় ব্যাট হাতে বেশ কয়েকটি ইনিংসে কামাল দেখালেও একের পর এক ব্যর্থতা নিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে বৈভবের দল বিহার। তবে ফের ভারতীয় ক্রিকেটারের আগ্রাসি ব্যাটিং দেখার জন্য আর খুব একটা বেশি অপেক্ষা করতে হবে না ভক্তদের।
অনূর্ধ্ব 19 এশিয়া কাপে কবে ভারত বনাম পাকিস্তান ম্যাচ?
নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী 12 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বহু অপেক্ষিত অনূর্ধ্ব 19 এশিয়া কাপ টুর্নামেন্ট। এদিনই সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচ খেলবে ভারত। এরপর 14 ডিসেম্বর অর্থাৎ আগামী রবিবার একে অপরের মুখ দেখবে ভারত এবং পাকিস্তান। এই আসরে ভারতের হয়ে ব্যাটে কামাল দেখাতে পারেন বৈভব। এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর রোমর্ষক ম্যাচে নতুন মাত্রা যোগাতে বৈভব যে পিছিয়ে থাকবেন না সেটা বলাই যায়। এই ম্যাচের পর ভারতের পরবর্তী প্রতিপক্ষ হবে মালয়েশিয়া। 16 ডিসেম্বর এই দলটির বিরুদ্ধে মাঠে নামবেন বৈভবরা।
সৈয়দ মুস্তাক আলিতে সেঞ্চুরি করেন বৈভব
গোটা সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বৈভব সূর্যবংশীর দল বিহার ব্যর্থ হলেও ব্যাট হাতে তিনি কিন্তু ব্যর্থতা থেকে দূরেই ছিলেন। এই ভারতীয় কিশোর ক্রিকেটার মহারাষ্ট্রের বিরুদ্ধে একটি ম্যাচে 108 রানের অপরাজিত ইনিংস খেলেন। শুধু তাই নয়, গোয়ার বিরুদ্ধেও 46 রান করে নিজের ক্ষমতার জানান দিয়েছিলেন বৈভব। যদিও হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে গিয়ে শুরুতেই 11 রানে হোঁচট খান বিহারের ভূমিপুত্র। মূলত সে কারণেই আসন্ন অনূর্ধ্ব 19 এশিয়া কাপে তাঁর আগ্রাসী ব্যাটিং দেখার জন্য অপেক্ষা করছেন ভক্তরা।
অবশ্যই পড়ুন: “বাদ পড়ার কারণ …!” জাতীয় দলে উপেক্ষিত শামিকে নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি
এশিয়া কাপের জন্য ভারতের অনূর্ধ্ব 19 দল
আয়ুষ মাত্রে (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, বিহান মালহোত্রা (সহ অধিনায়ক), বেদান্ত ত্রিবেদী, অভিসা কুন্ডু, কনিষ্ক চৌহান, খিলান এ প্যাটেল, নমন পুষ্পক, ডি দীপেশ, হেনলি প্যাটেল, কিষান কুমার সিং, হরবংশ সিং, যুবরাজ গোহিল, উদ্ভব মোহন এবং অ্যারন জর্জ।