ফের উত্তাল বাংলাদেশ! শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে পথে পড়ুয়ারা, চলল লাঠিচার্জ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের বিক্ষোভে উত্তাল বাংলাদেশ! গত সোমবার দুপুরে ঢাকার মাইলস্টোন কলেজে বাংলাদেশ বায়ুসেনার F-7 প্রশিক্ষণ বিমান বিস্ফোরণের ঘটনায় হতাহতের তালিকা প্রকাশ করার পরই ওপার বাংলার শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে জেলায় জেলায় বিক্ষোভ দেখাতে শুরু করেন এইচএসসি পরীক্ষার্থীরা।

ঘেরাও করা হয় শিক্ষা দপ্তর। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, এদিন একাধিক দাবি নিয়ে কুমিল্লা, যশোর ও রাজশাহীর শিক্ষা বোর্ড ঘেরাও করেন তারা। চলে তুমুল বিক্ষোভ। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। ছোঁড়া হয় কাঁদানে গ্যাসের শেলও।

একাধিক দাবি নিয়ে পথে নেমেছিলেন শিক্ষার্থীরা

প্রথম আলোর প্রতিবেদন বলছে, মাইলস্টোন কলেজে বায়ুসেনার বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় হতাহতের তালিকা প্রকাশ করার পরই বিক্ষোভ দেখাতে শুরু করেন পরীক্ষার্থীরা। তাঁদের দাবি, মাইলস্টোন কলেজে বিমান বিস্ফোরণের ঘটনায় হতাহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে, শিক্ষার্থীদের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়াও এইচএসসি পরীক্ষার সময়সূচী পরিবর্তন করার প্রতিবাদও জানান পড়ুয়ার।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, মঙ্গলবার মূলত বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের পদত্যাগের দাবিতে পথে নেমেছিলেন শিক্ষার্থীরা। পাশাপাশি ওপার বাংলার শিক্ষাসচিব সিদ্দিক জোবায়েরকে তাঁর পদ থেকে অপসারণ করা ও পুরনো প্রশিক্ষণ বিমান বাতিল করে অত্যাধুনিক নতুন বিমান চালু করার দাবি জানিয়েছিলেন তারা। মূলত এই সব দাবিকে সামনে রেখেই বাংলাদেশের একাধিক জেলায় বিক্ষোভে সামিল হয়েছিলেন বহু পড়ুয়া।

বিক্ষোভে আহত হন একাধিক পড়ুয়া

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার শিক্ষা উপদেষ্টার পদত্যাগের পাশাপাশি অন্যান্য দাবি নিয়ে বিক্ষোভ দেখানোয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ময়দানে নামে পুলিশ। দীর্ঘক্ষণ চলে লাঠিচার্জ। এদিন পুলিশের সাথে হাতে হাত মিলিয়ে বিক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করেছিল বাংলাদেশ সেনাও। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এদিন বিক্ষোভ চলাকালীন আহত হন কমপক্ষে 75 জন পড়ুয়া। যাদের ইতিমধ্যেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে শুধু শিক্ষার্থীরাই নন, আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ ও সেনা কর্মীও।

Protest in Bangladesh demand resignation of education advisor

অবশ্যই পড়ুন: ডুরান্ড কাপে প্রথম ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল, কোথায়, কখন, কীভাবে দেখবেন?

ঠিক কোন কারণে হঠাৎ বিক্ষোভে নামেন বাংলাদেশের পড়ুয়ারা?

বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, ঢাকার মাইলস্টোন কলেজে ভয়াবহ বিমান বিস্ফোরণের ঘটনায় 31 জনের মৃত্যুর পর গোটা বাংলাদেশজুড়ে পালিত হয় রাষ্ট্রীয় শোক। এরপরই সোমবার মাঝরাতে একটি নির্দেশিকা জারি করে এইচএসসি পরীক্ষার স্থগিত করে দেয় বাংলাদেশের শিক্ষা দপ্তর। তবে মধ্যরাতে হঠাৎ এমন সিদ্ধান্ত নেওয়ায় সেই নির্দেশিকার প্রথমদিকে জানতে পারেননি পড়ুয়ার। পরবর্তীতে সকালে সেই খবর কানে গেলে ক্ষুব্ধ হয়ে আন্দোলনে পা বাড়ান বাংলাদেশের বহু শিক্ষার্থী। শুরু হয় বিক্ষোভ, মিছিল ও শিক্ষা দপ্তর ঘেরাও কর্মসূচি।

Leave a Comment