সহেলি মিত্র, কলকাতা: যাত্রীদের জন্য রইল দারুণ এক সুখবর। অবশেষে ফের একবার চালু হতে চলেছে আদ্রা-আসানসোল মেমু প্যাসেঞ্জার ট্রেন (Adra Asansol MEMU)। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী এক সেপ্টেম্বর থেকেই এই ট্রেনের ফের একবার পথ চলা শুরু হবে। এই ট্রেন পরিষেবা যদি ফের একবার শুরু হয় তাহলে ব্যাপকভাবে লাভবান হবেন রেল যাত্রীরা।
আসলে কোভিড মহামারির আগে মেমু প্যাসেঞ্জার হিসাবে ট্রেন নম্বর ৬৮০৬১ আদ্রা-আসানসোল ট্রেনটি চলাচল করত। কোভিডের পর ওই ট্রেনটিই স্পেশাল ট্রেন হিসেবে চালানো হতো। ফলে ওই ট্রেনটি রঘুনাথপুর মহকুমার বেশ কয়েকটি স্টেশনে দাঁড়াত না। তবে আর চিন্তা নেই, কারণ এই ট্রেন অবশেষে বেশ কয়েকটি রেল স্টেশনে দাঁড়াবে বলে খবর।
১ সেপ্টেম্বর থেকে ফের চলবে আদ্রা-আসানসোল মেমু
ইতিমধ্যেই আদ্রা-আসানসোল মেমু প্যাসেঞ্জার ট্রেনটিকে নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নোটিফিকেশন অনুযায়ী, মুড়াডি স্টেশন ছাড়া আগের মতোই মহকুমার সমস্ত স্টেশনে স্টপেজ দেবে। এদিকে মুড়াডি স্টেশনে স্টপেজ না দেওয়ার জন্য খুব উগরে দিয়েছেন স্থানীয় মানুষরা। রেলের এহেন সিদ্ধান্তকে রীতিমতো ধিক্কার জানিয়েছেন তারা। আগে ট্রেনটির উপর নির্ভর করে এলাকার সবজি বিক্রেতা, দিনমজুররা আসানসোল, বার্নপুর এলাকায় যেতেন। তবে এখন সে সব অতীত হয়ে গেছে।
আরও পড়ুনঃ অথৈ জলে সল্টলেক দুর্ঘটনায় মৃত ডেলিভারি বয়ের পরিবার! রোজ জুটছে না খাবার, বাড়ছে ঋণ
আদ্রা-আসানসোল মেমুর সময়সূচি
ট্রেনটি আদ্রা থেকে ভোর ৩টেয় আসানসোল উদ্দেশে রওনা দেয়।ট্রেনটি আদ্রা থেকে ছেড়ে জয়চণ্ডী, বেড়ো, রামকানালি, মুরাডি, মধুকুণ্ডা সহ মোট সাতটি স্টেশনে স্টপেজ দিত। কোভিডের পর ট্রেনটি স্পেশাল মেমু হিসেবে চলাচল করছিল। তখন থেকে ট্রেনটি আদ্রার পর রঘুনাথপুর মহকুমার পাঁচটি স্টেশনে স্টপেজ না দিয়ে সোজা বার্নপুরে স্টপেজ দেয়। রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনটির আগের মতোই সমস্ত স্টেশনে স্টপেজ দিলেও মুরাডি স্টেশনে দাঁড়াবে না। এই নিয়ে আর্জি জানিয়েছেন সাধারণ মানুষ।
@ADRARAIL @RailMinIndia @RailwaySeva
Sir From September onwards some trains stoppage will be restored but Why 68061 Adra Asansol Memu didn’t stop at MURADI STATION….? pic.twitter.com/UBwMmHNncV— DIBYAJYOTI MAJI (@maji_dibyajyoti) August 26, 2025
আদ্রা ডিভিশনের সিনিয়ার ডিসিএম বিকাশ কুমার বলেন, ‘রেল চলাচল ও স্টপেজের বিষয়টি ডিভিশনের নিয়ন্ত্রণাধীন নয়। বিষয়টি সদর দপ্তর থেকে ঠিক করা হয়। তবে মুরাডি স্টেশনের স্টপেজের বিষয়টি অবশ্যই আমারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।’