সহেলি মিত্র, কলকাতা: অবশেষে এসে গেল সেই একটা দিন যেটার জন্য দীর্ অপেক্ষা করে থাকেন বাংলা সিরিয়ালপ্রেমীরা। অবশেষে প্রকাশ পেল চলতি সপ্তাহের বাংলা সিরিয়ালের টিআরপি তালিকা (TRP List), যা দেখে নতুন করে চোখ কপালে উঠেছে সাধারণ দর্শকদের। এমনিতেই যত সময় এগোচ্ছে ততই বাংলা সিরিয়ালগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আবার টিআরপির অভাবে কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে বেশ কিছু মেগা। এতকিছুর মধ্যেও টিকে থাকার লড়াইয়ে প্রানপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে কিছু মেগা। যাইহোক, অবশেষে আজ বৃহস্পতিবার প্রকাশ পেল টিআরপি লিস্ট। চলুন বিশদে জেনে নেওয়া যাক।
চলতি সপ্তাহের বেঙ্গল টপার কে?
প্রতি বৃহস্পতিবার প্রকাশ্যে আসে বাংলা সিরিয়ালগুলির টিআরপি লিস্ট। আজও তার ব্যতিক্রম ঘটল না। আর এই লিস্ট বের হতেই চক্ষু চড়কগাছ সকলের। বর্তমান সময়ে মানুষ বাংলা সিরিয়াল ছাড়া একপ্রকার অচল দর্শক ধরে রাখতে বর্তমানে বেশ কিছু সিরিয়ালে একদম টানটান ট্র্যাক আসছে। তেমনই চমক থাকছে স্টার জলসা, জি বাংলার মেগায়। তবে আপনি কি জানেন, চলতি সপ্তাহে কোন মেগা বেঙ্গল টপার হল? তাহলে জানিয়ে রাখি, সেই মেগার নাম হল ‘ পরশুরাম আজকের নায়ক।’
আরও পড়ুনঃ টিকিট না থাকলেও করা যাবে ট্রেনে ভ্রমণ, ফাইন নিতে পারবে না TTE! যা জানাল রেল
চলতি সপ্তাহে এই মেগার রেটিংস এক ধাক্কায় বেশ খানিকতা বেড়েছে। পরশুরাম পেয়েছে 7.3। অপরদিকে 7.2 রেটিংস পেয়ে যুগ্ম দ্বিতীয় হয়েছে রাঙামতি তিরন্দাজ, বিদ্যা ব্যানার্জি। অর্থাৎ প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও পরশুরামের ঘাড়ে ভালো রকম নিঃশ্বাস ফেলেকছে উক্ত দুই মেগা। যাইহোক, বাকি কোন সিরিয়াল কেমন ফল করল তা জেনে নেওয়া যাক।
এক নজরে সেরা ১০ সিরিয়ালের তালিকা
বেঙ্গল টপার- পরশুরাম 7.3
দ্বিতীয়- রাঙামতি, বিদ্যা ব্যানার্জি 7.2
তৃতীয়- পরিণীতা, ও মোর দরদিয়া 7.1
চতুর্থ- তারে ধরি ধরি মনে করি 6.8
পঞ্চম- লক্ষ্মী ঝাঁপি 6.4
Yo, 881bet, huh? Felt pretty standard to me. Nothing crazy impressive, but nothing that will blow up in your face either if you know what I mean? 881bet