ফের ঝটকা টিম ইন্ডিয়ায়! পন্থের পর সিরিজ থেকেই বাদ তারকা অলরাউন্ডার

Injury In Team India Star all rounder ruled out of ODI series against New Zealand

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চোট ক্রমশ জেঁকে বসছে ভারতীয় শিবিরে (Injury In Team India)। ঋষভ পন্থের পর এবার জোরালো চোট পেয়ে নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। হ্যাঁ, রবিবার প্রথম ওয়ানডে চলাকালীন আচমকা চোট লাগে তাঁর। পরবর্তীতে চিকিৎসকরা শুশ্রূষা করলেও খেলোয়াড়ের চোট এতটাই গুরুতর যে গোটা সিরিজ থেকেই তাঁকে দূরে সরিয়ে রাখতে হচ্ছে। এ নিয়ে পরপর দুই ক্রিকেটারের বাদ পড়া ভারতের জন্য বিরাট ধাক্কা বলাই যায়!

কীভাবে চোট পেলেন ওয়াশিংটন?

গতকাল, বরোদার কোটাম্বি স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন পঞ্চম ওভারে বল করতে গিয়ে আচমকা পিঠে টান লাগে ওয়াশিংটন সুন্দরের। যন্ত্রণা এতটাই বেড়ে গিয়েছিল যে মাঠেই দাঁড়াতে পারছিলেন না তিনি। শেষ পর্যন্ত পিঠ চেপে ধরে ঝুঁকেও পড়েন তিনি। খেলোয়াড়কে দেখে তড়িঘড়ি মাঠে ছুটে আসে চিকিৎসক দল। পৌঁছন সাপোর্ট স্টাফরাও। নিউজিল্যান্ডের ইনিংস যখন 20 ওভারে দৌড়চ্ছে বাধ্য হয়ে সুন্দরকে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসক সূত্রে খবর, ওয়াশিংটন সুন্দরের পিঠের চোট বেশ গুরুতর। জানা যাচ্ছে, সাইড স্ট্রেনের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে গোটা ওয়ানডে সিরিজ থেকেই বাদ পড়তে হচ্ছে তাঁকে। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে সূত্রের খবর যদি সত্যি হয় সেক্ষেত্রে সুন্দরের মতো একজন অলরাউন্ডারের বাদ পড়া নিউজিল্যান্ডের সামনে ভারতের জন্য বড় ধাক্কা সেটা বলাই যায়।

অবশ্যই পড়ুন: ISL শুরুর আগেই বাড়বে শক্তি! ইস্টবেঙ্গলের নজরে দুই দুর্ধর্ষ স্ট্রাইকার

প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর একটা মাসও বাকি নেই। ভারতের বিশ্বকাপের দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ওয়াশিংটন সুন্দর। এমতাবস্থায়, এমন একজন অলরাউন্ডারের চোট নিউজিল্যান্ড সিরিজের পর আসন্ন বিশ্বকাপেও ভারতকে চাপে ফেলতে পারে বলেই মনে করছেন অনেকে। এদিকে কয়েকটি সূত্র এও দাবি করছে, আসন্ন ফেব্রুয়ারি মধ্যে ওয়াশিংটন সুন্দরের সুস্থতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দেখা গেল, শেষ পর্বে ফিট হয়ে মাঠে নেমে পড়লেন তিনি।

Leave a Comment