প্রীতি পোদ্দার, কলকাতা: শিক্ষা নিয়োগের জট যেন কিছুতেই কাটতে চাইছে না। ২০১৬ সালের এসএসসির (WBSSC) প্যানেল বাতিল হওয়ার পর থেকেই একের পর এক জটিল সমস্যার সম্মুখীন হতে হচ্ছে চাকরী প্রার্থী থেকে শুরু করে প্রশাসনকে। যথেষ্ট যোগ্যতা ও মেধা থাকা সত্ত্বেও অভিজ্ঞতার কাছে হেরে গিয়েছেন বহু চাকরী প্রার্থী। এটি আদতে সরকারি বঞ্চনা বলেই মনে করছেন তাঁরা। তাই ফের অভিজ্ঞতার জন্য দেওয়া অতিরিক্ত ১০ নম্বর বাতিলের দাবিতে রাজপথে নামল আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা।
থালা হাতে বিক্ষোভ আন্দোলনকারীদের
রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, আজ অর্থাৎ সোমবার চলতি বছরের এসএলএসটি-র নতুন চাকরিপ্রার্থীরা একের পর এক দাবি নিয়ে ফের পথে নামলেন। বেলা প্রায় ১টা নাগাদ শিয়ালদহ স্টেশন থেকে রামলীলা ময়দান পর্যন্ত বিক্ষোভ মিছিলের আয়োজন করেন তাঁরা। সকলের হাতে ছিল থালা। দাবি সেই একই, অভিজ্ঞতার নিরিখে ১০ নম্বর ইন্টারভিউয়ের আগে দেওয়া যাবে না কর্মহারা ‘যোগ্য’ প্রার্থীদের। একই সঙ্গে বাড়াতে হবে শূন্যপদ। এর আগে স্থির হয়েছিল যে নতুন চাকরিপ্রার্থীরা বিধাননগরের করুণাময়ীতেই আগে জমায়েত করবে তারপর বিকাশ ভবন অভিযান করবেন। কিন্তু পরে সেই পরিকল্পনা পরিবর্তন করা হয়, যার জেরে স্থানও পরিবর্তন হয়।
মূলত তিনটি দাবি তুলে ধরল বিক্ষোভকারীরা
এসএসসি নতুন চাকরিপ্রার্থী শিশিরকুমার দাস বলেন, “আন্দোলনকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে আমরা খাস কলকাতায় মিছিল করছি। রবিবার রাত পর্যন্ত পুলিশের সঙ্গে কথা হয়েছে এ বিষয়ে। তার পরই রামলীলা ময়দান পর্যন্ত মিছিলের অনুমতি মিলেছে। আমাদের মূল দাবি অভিজ্ঞতার ১০ নম্বর বাতিল করতে হবে।” এদিন নতুন চাকরিহারাদের মূলত তিনটে দাবি তুলে ধরা হয়েছে— এক, অভিজ্ঞতার জন্য দশ নম্বর কোনও ভাবেই কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের দেওয়া যাবে না। দুই, অবিলম্বে অতিরিক্ত শূন্যপদ তৈরি করতে হবে। তাঁদের দাবি, প্রায় ১৩ হাজার শূন্যপদ বৃদ্ধি করতে হবে। তিন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে সমস্ত প্রার্থীর ওএমআর শিট প্রকাশ্যে আনতে হবে।
আরও পড়ুন: তলানিতে কাঁচামালের দাম, LPG-র দামে ছ্যাকা! সুরাহা পাবে না মধ্যবিত্তরা?
ইতিমধ্যে নতুন চাকরিপ্রার্থীদের তরফে হাই কোর্টে মামলা করা হয়েছে। বিকাশ ভবনের ধর্নামঞ্চ করে আন্দোলনের জন্য অনুমতিও চাওয়া হয়েছে। এর আগে দু’দিন নতুন চাকরিপ্রার্থীরা বিধাননগরে বিক্ষোভ দেখালে, কিন্তু অনুমতি না থাকায় পুলিশ তাঁদের বিক্ষোভ মিছিল তুলে দেয়। এরপর বিধাননগর কমিশনারেট ও বিধাননগর উত্তর থানায় মিছিল করার জন্য অনুমতি চাওয়া হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত কোনও অনুমোদন দেয়নি পুলিশ। তাই সেই ক্ষোভে আজ কলকাতার রাজপথে আন্দোলন শুরু হয়েছে। যদিও এখনও পুলিশি বাঁধা দেওয়ার কোনোনোভিযোগ উঠে আসেনি। এখন দেখার পালা প্রশাসন আদেও তাঁদের দাবি মেনে নেয় কিনা।