বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের বোমা হামলার হুমকি দিল্লি পাবলিক স্কুল সহ একাধিক স্কুল-কলেজে। বলা বাহুল্য, এর আগে বেশ কয়েকবার রাজধানীর একাধিক স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে সেই সব খবর ভুয়ো প্রমাণিত হয়।
এবার সেই সূত্র ধরেই সোমবার দিল্লি পাবলিক স্কুল দ্বারকায় বোমা হামলার হুমকি দিয়েছেন কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি। এছাড়াও আরও দুটি স্কুল ও কলেজকে বোমা হামলার জুজু দেখানো হয়েছে। ANI-এর রিপোর্ট অনুযায়ী, ইমেল মারফত দিল্লির ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন দুর্বৃত্তরা।
হুমকি পেতেই স্কুল প্রাঙ্গণে পৌঁছেছে বম স্কোয়াড
জানা যাচ্ছে, ইমেল মারফত ফের বোমা হামলার হুমকি পেতেই দিল্লি, পাব্লিক স্কুল সহ রাজধানীর মডার্ন কনভেন্ট স্কুল ও শ্রীরাম ওয়ার্ড স্কুলে পৌঁছে যায় বম স্কোয়ার্ড। এছাড়াও তড়িঘড়ি স্কুলগুলিতে পৌঁছয় স্থানীয় পুলিশ কর্মী থেকে শুরু করে দমকল বিভাগ। তবে দীর্ঘ তল্লাশি অভিযানের পর ফের সেই হুমকি ভুয়ো প্রমাণিত হয়েছে। যদিও বোমা হামলার এই হুমকি উড়িয়ে দিচ্ছেন না দিল্লি পুলিশের কর্তারা।
অবশ্যই পড়ুন: লাগাতার হারের জের, বাবর-রিজওয়ানদের বেতনে কোপ বসাতে পারে PCB
উল্লেখ্য, গত জুলাইয়ে দিল্লির 20টিরও বেশি স্কুলে ইমেল মারফত বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। পুলিশ সূত্রে খবর, রাজধানীর পশ্চিম বিহারের রিচমন্ড গ্লোবাল স্কুলে বোমা হামলার হুমকি দেয় দুর্বৃত্তরা। সেই খবর কানে আসতেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বিভাগ এবং স্থানীয় পুলিশ কর্তারা। তবে দীর্ঘ তল্লাশির পরও সন্দেহজনক কিছুই পাননি তারা।
গত 18 জুলাই, দিল্লি পুলিশের তরফে বিবৃতি জারি করে বলা হয়, সেন্ট থমাস স্কুল, বসন্ত কুঞ্জের বসন্ত ভ্যালি স্কুল, হাউস খাসের মাদার্স ইন্টারন্যাশনাল স্কুল, পশ্চিম বিহারের রিচমন্ড গ্লোবাল স্কুল সহ বেশ কিছু স্কুলে ইমেল মারফত বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। তাছাড়াও হুমকি পেয়েছিল দিল্লির আইপি কলেজ ফর উইমেন, হিন্দু কলেজ এবং শ্রীরাম কলেজ অফ কমার্স।