প্রীতি পোদ্দার, কলকাতা: গত দুদিন ধরে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট অনেকটাই কমেছে। যদিও নিম্নচাপ কেটে গেলে এখনও পর্যন্ত বৃষ্টি দুর্যোগের হাত থেকে রেহাই নেই রাজ্যবাসীর। বিশেষ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির দাপট দেখা গিয়েছে। আর এই আবহে ফের নিম্নচাপের সর্তকতা জারি করল হাওয়া অফিস। আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।
আবহাওয়ার শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে, বর্তমানে পশ্চিম রাজস্থান ও সংলগ্ন পাকিস্তানের ওপর সুস্পষ্ট নিম্নচাপ কেন্দ্রের মধ্য দিয়ে চুরু, আয়ানগর, শাহজাহানপুর, লখনউ, পাটনা, বাঁকুড়া, দিঘা হয়ে পূর্বদিকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে বিস্তৃত রয়েছে অক্ষরেখাটি।
সেই কারণে আগামী ২৪ জুলাইয়ের আশেপাশে উত্তর বঙ্গোপসাগরের ওপর আরও একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে উত্তর থেকে দক্ষিণের সব জেলাতেই। একনজরে দেখে নেওয়া যাক আগামীকালের আবহাওয়া সম্পর্কে।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে বইবে ৩০-৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। তবে বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকছে স্থলভাগে। যার জেরে ভ্যাপসা গরমের সম্ভাবনা বাড়বে।
আরও পড়ুন : SSC-র নিয়োগবিধি নিয়ে মামলা খারিজ সুপ্রিম কোর্টে
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবারে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং জেলায় জারি হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের অন্যান্য জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে।