ফের নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণের ৭ জেলায় বৃষ্টির পূর্বাভাস, আগামীকালের আবহাওয়া

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: শরতের পেঁজা তুলোর ঢেকেছে গোটা নীল আকাশ (Weather Update), বাতাসে বাতাসে ইতিমধ্যে ভেসে আসছে মায়ের আগমনের সুর। যদিও বা দুর্গাপুজোর আর কদিন বাকি! কিন্তু মায়ের এই আগমনের মাঝেই বৃষ্টি নিয়ে এবার বড় আপডেট দিল হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে আবার নাকি ভারী বৃষ্টির সতর্কতা জারি হতে চলেছে। তার সঙ্গে ভিজতে চলেছে উত্তরবঙ্গের একাধিক জেলা।

ফের নিম্নচাপ

এইমুহুর্তে নিম্নচাপ নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে এক বড় পূর্বাভাস দেওয়া হয়েছে। জানা গিয়েছে, বাংলা ও ওড়িশা উপকূলে নিম্নচাপের আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই উত্তর ওড়িশা উপকূলে ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সক্রিয়। যা ধীরে ধীরে দক্ষিণের দিকে ঝুঁকে রয়েছে। আশঙ্কা করা হচ্ছে আগামীকাল অর্থাৎ ২ সেপ্টেম্বর এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। যার প্রভাব দক্ষিণবঙ্গে পড়বে এবং বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এক নজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান, এই সাতটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বাকি জেলাগুলিতেও আগামী বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশপাশি বৃহস্পতিবার পর্যন্ত ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঝোড়ো আবহাওয়া থাকবে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কারণ এই সময় সমুদ্রের উপর ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আরও পড়ুন: তামিলনাড়ুতেও বাঙালি হেনস্থা? মর্মান্তিক পরিণতি দেগঙ্গার পরিযায়ী শ্রমিকের!

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি আগামীকাল উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজকের মত আগামীকালও কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। এছাড়াও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।

Leave a Comment