ফের নিম্নচাপ! ভারী বৃষ্টিতে কাঁপবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ, আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েকদিন ভারী বৃষ্টি হলেও দুর্যোগ কাটতেই যেন আবার চাঙ্গা হয়ে উঠেছে গরম। তার উপর বঙ্গোপসাগর থেকে স্থলভাগে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। একেটেই রোদের কড়া তাপ, আর এই দুইয়ের প্রভাবে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। তবে এই মুহূর্তে রাজ্যে নাকি বেশ সক্রিয় রয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আজকাল থেকেই নাকি আমূল পরিবর্তন হবে আবহাওয়ার

শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে, আজই উত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। আর তার সঙ্গেই, ঘনাচ্ছে নিম্নচাপ অঞ্চল। আর এই দুইয়ের প্রভাবে আজ থেকেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে। তার সঙ্গে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে দুর্যোগের প্রকোপ আরও বাড়তে চলেছে। আশঙ্কা করা হচ্ছে আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণের বেশির ভাগ জেলা। একনজরে আগামীকালের আবহাওয়া সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আবহাওয়ার শেষ বুলেটিন অনুযায়ী, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পরিমান অনেকটাই বাড়বে। নিম্নচাপের জেরে বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং দু-এক পশলা ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সঙ্গে বইবে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।

তবে আগামীকাল অতিভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

এইমুহুর্তে উত্তরবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যাধিক হওয়ায় চূড়ান্ত ঘর্মাক্ত পরিস্থিতি তৈরি হবে উত্তরের জেলাগুলিতে। তবে আগামী শুক্রবার থেকে আবহাওয়ার বিপুল পরিবর্তন দেখা যাবে।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলাতে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Leave a Comment