সৌভিক মুখার্জী, কলকাতা: ফের খবরের শিরোনামে আফগানিস্তান। রাতের অন্ধকারেই নিরীহ মানুষের উপর বোমা বর্ষণ এবং গুলিতে মৃত্যু কমপক্ষে নয় জন শিশুর (Pakistan Attack on Afghanistan)। জানা যাচ্ছে, নিরীহ আফগান নাগরিকদের উপর রাতের অন্ধকারের সুযোগ নিয়েই হামলা চালিয়েছে ইসলামাবাদ। আফগানিস্তানের খোস্ত প্রদেশেই এই স্ট্রাইক করেছে সন্ত্রাসের দেশ। এতে ৯ জন শিশুসহ কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে বলে রিপোর্ট মারফৎ খবর।
আফগানিস্তানে প্রাণঘাতী হামলা পাকিস্তানের
জানা গিয়েছে, পাকিস্তানের সামরিক বাহিনী আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশের উপর রাতের অন্ধকারে এই প্রাণঘাতী হামলা চালিয়েছে। মূলত একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে তারা। আর এই হামলায় কমপক্ষে ৯ জন শিশু এবং একজন মহিলা আহত হয়েছে। সব মিলিয়ে ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। এমনকি আফগানিস্তানের তালিবান সরকারের মুখপত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, পাকি বাহিনী কুনার এবং পাকটিকা প্রদেশেও হামলা চালিয়েছে। আর সেখানেও চারজন আহত হয়েছে বলে খবর।
#BREAKING | Pakistan launches strikes on Afghanistan: At least 10 killed in Pakistan strikes
Pakistan forces bombed a house in the Gurbuz district of Khost @sidhant joins @ShivanChanana and @JyotsnaKumar13 for all the live updates pic.twitter.com/MXN6FipzWQ
— WION (@WIONews) November 25, 2025
আরও পড়ুনঃ ১০ বছর পর জেগে উঠল ইথিওপিয়ার আগ্নেয়গিরি, দিল্লিতেও উড়ছে ছাই! ব্যাহত বিমান চলাচল
এদিকে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লিখেছেন, পাকিস্তানের আক্রমণকারী বাহিনীর দ্বারা স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়িতেই বোমা ফেলা হয়েছে। তিনি কাজী মিরের ছেলে। স্থানীয় সময় গতকাল সোমবার রাত ১২টার দিকেই খোস্তের গুরবুজ জেলায় এই হামলা হয়েছে। এতে নয়জন শিশুসহ এক নারী নিহত হয়েছে। আর বাড়িটিও পুরোপুরি গুড়িয়ে গিয়েছে।