ফের বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ! ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, আগামীকালের আবহাওয়া

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: ক্যালেন্ডারের পাতায় ইতিমধ্যেই শ্রাবণ শেষ হয়ে ভাদ্র মাস শুরু হয়ে গিয়েছে। কিন্তু বৃষ্টিতে একটুও বিরাম নেই। উত্তর থেকে দক্ষিণে অনবরত হতেই চলেছে বৃষ্টি, তার উপর একটি নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতে বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাচ্ছে পরবর্তী নিম্নচাপ অঞ্চল। গুণাবদ্ধ এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার চক্করে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের একাধিক জেলায়। যা আগামী সপ্তাহেও জারি থাকবে।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে এই মুহূর্তে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। ঘূর্ণাবর্ত্যের পাশাপাশি সক্রিয় মৌসুমি অক্ষরেখা সুরতগড়, রোহতক, ফতেহ্‌গড়, দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। তাই মাঝেই ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন সাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। এর ফলে আপাতত বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে বঙ্গে। তাই আশঙ্কা করা যাচ্ছে আগামী সপ্তাহেও বৃষ্টির দুর্যোগ দেখা যাবে দক্ষিণের একাধিক জেলায়। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে আগামীকাল অর্থাৎ রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হবে। তৈয়বওই জেলাগুলিতে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শুধু বৃষ্টি নয় তার সঙ্গে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড়ো বাতাস বইবে।

আরও পড়ুন: রবিবার টানা ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কবে কখন? জারি বিজ্ঞপ্তি

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও ভারী থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হওয়ায় এখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে সতর্কতা জারি করা হয়েছে।

Leave a Comment