প্রীতি পোদ্দার, কলকাতা: কদিন আগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে মজেছিল দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বৃষ্টির তীব্রতা এতটাই বেশি ছিল যে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছিল রাজ্য জুড়ে। তবে সম্প্রতি বেশিরভাগ জায়গাতেই বৃষ্টি থামতেই আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল অবস্থা তৈরি হয়েছে। আর তাতেই ফের ঘূর্ণাবর্তের আশঙ্কা বাড়ছে।
এইমুহুর্তে মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। যার ফলে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে বঙ্গোপসাগরে নতুন করে আরও একটি নিম্নচাপ তৈরির আশঙ্কা বেড়েছে। যার জেরে বৃষ্টির চোখরাঙানির হাত থেকে রক্ষা পাচ্ছে না দক্ষিণবঙ্গের জেলাগুলিও, তাই চলতি সপ্তাহে উত্তর এবং দক্ষিণবঙ্গের ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনার কথা জানানো হয়েছে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বুধবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জানা গিয়েছে এই বৃষ্টি দুর্যোগ আগামী শুক্রবার পর্যন্ত জারি থাকবে বলে আশঙ্কা করছে হাওয়া অফিস।
আরও পড়ুন: কষ্টের টাকা রেখেছিলেন ব্যাঙ্কে! অ্যাকাউন্ট থেকেও উধাও সব, মাথায় আকাশ ভাঙল গ্রামবাসীদের!
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট খানি কমলেও উত্তরবঙ্গে বৃষ্টির তান্ডব এখনই কমছে না। সপ্তাহের শুরু থেকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়, বিশেষ করে উপরের পাঁচটি জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাই এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে তাই কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামী রবিবার পর্যন্ত থাকবে বৃষ্টির তীব্রতা।