প্রীতি পোদ্দার, কলকাতা: মেঘের চোখ রাঙানি কাটিয়ে অবশেষে রোদের ঝলক দেখা গিয়েছে। এদিকে সামনেই পুজো, তাই দেরি না করে এখন থেকেই শুরু হয়েছে পুজোর কেনাকাটি। কিন্তু তার মাঝেই হাওয়া অফিসের তরফে এল সাবধান সংকেত। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির ফের পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আগামী সপ্তাহে বেশ কয়েক দিন নাকি বৃষ্টি চলবে উত্তর থেকে দক্ষিণবঙ্গে।
এইমুহুর্তে, বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ অঞ্চলটি তৈরি হয়েছিল, তা পশ্চিম দিকে অনেকটাই সরেছে। যার ফলে সেই নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গের উপর সরাসরি পড়বে না। তবে একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে কয়েকটি জেলার উপর রয়েছে শুধু তাই নয় মৌসুমি অক্ষরেখাও এখনও সক্রিয়। ফলে বঙ্গোপসাগরের দিক থেকে জলীয় বাষ্প ক্রমাগত স্থলভাগে ঢুকছে। যার জেরে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বটে তবে গরমও বাড়ছে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়ায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত থাকবে এমনই পরিস্থিত। এদিকে দক্ষিণ ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। আপাতত গভীর সমুদ্রে যেতে তাঁদের নিষেধ করা হয়েছে।
আরও পড়ুন: দ্য বেঙ্গল ফাইলসের টেলার লঞ্চে বাধা! কলকাতায় এসে গুরতর অভিযোগ বিবেক অগ্নিহোত্রীর
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ রবিবার, উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। প্রবল বৃষ্টিতে ধস নামার পূর্বাভাস রয়েছে। সঙ্গে চলবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের দাপটশুধু তাই নয় উত্তরের নদীগুলোতেও জলস্তর বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আগামী বুধবার পর্যন্ত এমনই পরিস্থিতি থাকবে উত্তরবঙ্গে।