সৌভিক মুখার্জী, কলকাতা: ফের ঊর্ধ্বগতি সোনার বাজারদর (Gold Price)। আজ আবারও দাম বাড়ল হলুদ ধাতুর। হ্যাঁ, প্রায় 500 টাকা ঊর্ধ্বগতি আজ সোনার। অন্যদিকে রুপো নিয়েও দুঃসংবাদ। কারণ রুপোর দরও আজ ঊর্ধ্বগতিতে। তবে কোন শহরে কতই বিক্রি হচ্ছে আজ সোনা রুপো? জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। IBJ Rates-র রিপোর্ট অনুসারে—
22 ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today |
➣ আজ কলকাতার বাজারে 22 ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 96,500 টাকায়, যা গতকালের থেকে 450 টাকা ঊর্ধ্বগতি।
➣ আজ চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 94,010 টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌতে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 94,160 টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 94,060 টাকায়।
24 ক্যারেট পাকা সোনার দাম
➣ আজ কলকাতার বাজারে 24 ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,01,550 টাকায়, যা গতকালের থেকে 500 টাকা ঊর্ধ্বগতি।
➣ আজ চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,02,560 টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌতে 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,02,710 টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,02,610 টাকায়।
18 ক্যারেট সোনার দাম
➣ আজ কলকাতার বাজারে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 76,920 টাকায়।
➣ আজ চেন্নাইতে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 77,610 টাকায়।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 76,920 টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 77,050 টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 76,960 টাকায়।
আজ রুপোর বাজার দর | Silver Price Today |
➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি 1,14,850 টাকায়।
➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে 1,27,100 টাকায়।
➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে 1,17,100 টাকায়।
আরও পড়ুনঃ E-20 পেট্রোল ব্যবহার করেলেই নষ্ট হচ্ছে গাড়ির পার্টস, কমছে মাইলেজ
এখনই কি বিনিয়োগ করবেন?
দরপতনের মাঝে যারা বিনিয়োগ করবেন বলে ভাবছিলেন বা গয়না হিসেবে সোনা বা রুপো কিনবেন বলে ভাবছিলেন, তাদের জন্য আবারও দুঃসংবাদ। কারণ আজ আবারো হঠাৎ অনেকটাই ঊর্ধ্বগতিতে সোনা রুপোর বাজার দর। তাই বিনিয়োগের ক্ষেত্রে বা গয়না হিসেবে সোনা রুপো কেনার জন্য বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবেন।