সৌভিক মুখার্জী, কলকাতা: ফের চড়ল সোনার দাম (Gold Price)। আজ আবারও ঊর্ধ্বগতি সোনার বাজার দর। হ্যাঁ, এই নিয়ে টানা এক সপ্তাহ ঊর্ধ্বগতি সোনার দাম। অন্যদিকে রুপো নিয়েও আজ দুঃসংবাদ। কারণ সাদা ধাতুর দরও আজ অনেকটাই ঊর্ধ্বগতিতে ঠেকেছে। তবে কোন শহরে কততে বিক্রি হচ্ছে আজ সোনা রুপো? জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। IBJ Rates-র রিপোর্ট অনুসারে—
22 ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today |
➣ আজ কলকাতার বাজারে 22 ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,01,750 টাকায়, যা গতকালের থেকে 300 টাকা ঊর্ধ্বগতি।
➣ আজ চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,00,500 টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌতে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 99,600 টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 99,500 টাকায়।
24 ক্যারেট পাকা সোনার দাম
➣ আজ কলকাতার বাজারে 24 ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,07,500 টাকায়, যা গতকালের থেকে 300 টাকা ঊর্ধ্বগতি।
➣ আজ চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,09,150 টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌতে 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,08,620 টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,08,520 টাকায়।
18 ক্যারেট সোনার দাম
➣ আজ কলকাতার বাজারে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 81,700 টাকায়।
➣ আজ চেন্নাইতে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 82,850 টাকায়।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 81,370 টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 81,490 টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 81,410 টাকায়।
আজ রুপোর বাজার দর | Silver Price Today |
➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি 1,24,200 টাকায়, যা গতকালের থেকে 300 টাকা ঊর্ধ্বগতি।
➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে 1,38,000 টাকায়।
➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে 1,28,000 টাকায়।
আরও পড়ুনঃ দশম শ্রেণিতে ফেল করে তিনবার UPSC উত্তীর্ণ! চোখে জল আনবে IPS ঈশ্বরের গল্প
এখনই কি বিনিয়োগ করবেন?
দর পতনের আশায় যারা বিনিয়োগ করবেন বা গয়না হিসেবে সোনা রুপো কিনবেন বলে ভাবছিলেন, তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলছে সোনা রুপোর ঊর্ধ্বগতি। তবে একান্তই বিনিয়োগ বা গয়না হিসেবে কেনার জন্য অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্তের পথে এগোবেন।