ফের বিশ বাঁও জলে বাংলার DA মামলার রায়! এল খারাপ খবর

Bengal DA Case

সহেলি মিত্র, কলকাতাঃ ডিএ মামলার (Bengal DA Case) চূড়ান্ত রায়দান নিয়ে বাংলার সরকারি কর্মীদের অপেক্ষা যেন শেষই হতে চাইছে না। আর মাত্র কয়েকটা দিন পরেই ২০২৫ সাল শেষ হয়ে যাবে। কিন্তু এখনও অবধি পঞ্চম বেতন পে কমিশনের আওতায় বাংলার সরকারি কর্মীদের ডিএ মামলার রায়দান হয়নি। কবে হবে সেই নিয়েও প্রশ্ন উঠছে বারবার। এত দেরি হওয়ার কারণে স্বাভাবিকভাবেই মন খারাপ সকলের। তবে এসবের মধ্যেই ফের বড় মন্তব্য করলেন সরকারি কর্মচারীদের সংগঠনের নেতা মলয় মুখোপাধ্যায়।

ফের বিশ বাঁও জলে DA মামলা

তিনি নিজের ফেসবুক পেজে লেখেন, ১২ নভেম্বর এবং ১৩ নভেম্বর মাননীয় সঞ্জয় কারোল এবং পি কে মিশ্রের বেঞ্চ থাকলেও ডিএ মামলার সাপ্লিমেন্টারি কজ লিস্টে ডিএ মামলার রায় ঘোষণার কোনও বার্তা নেই। ফলে এই মুহূর্তে রায় কবে হবে তা এখনই বলা সম্ভব হচ্ছে না।

এর ফলে নতুন করে বাংলার ডিএ মামলা নতুন করে বিশ বাঁও জলে। কবে চূড়ান্ত শুনানি হবে? এর উত্তর জানা নেই কারোর। অপরদিকে এই পোস্টের কমেন্ট বক্সে মানুষ নানা মন্তব্য করেছেন। একজন লিখেছেন, আপনাদের লড়াইকে সম্মান জানিয়েই বলছি,যে জাজ দ্বয়ের DA মামলার রায় দেবার কথা, খুব সম্ভবত রায় দেবার আগেই তারা অবসর নেবেন।আবার নতুন ঐ বেঞ্চ বা টেবিল গঠন হবে ,তারপর তারা বলবেন আমরা তো এই মামলার ব্যাপারে কিছুই জানিনা, তাই আবার নতুন করে শুনানি শুরু হোক।

কী প্রতিক্রিয়া সাধারণ মানুষের?

অন্য আরেকজন লিখেছেন, ‘কোর্টের আশায় না থেকে সকল কর্মচারী & অবসরপ্রাপ্ত রা রাস্তায় নেমে লাঠি ধরে DA আদায় করুন,, ওটাই একমাত্র পথ হতে পারে!’ আবার কেউ কেউ বলছেন ২৬-এর ভোটের পর মামলার চূড়ান্ত রায়দান হবে। এই বিষয়ে একজন লিখেছেন, এই রায় ভোটের পরে বেরোবে, তার আগে নয় দিদি মোদির খেলা। আপনারা কি বুঝেও বোঝেন না একটা রায় বেরোতে ছ মাস সময় লাগে অথচ চোরেরা জেল খেটে বেরিয়ে গেল। তখন কি সুন্দর রায় হয়ে যাচ্ছে আর একটা সামান্য একটা ডিএকেশ তার রায় বেরোতে এখনো ছ মাস।’

Leave a Comment