ফের বৃষ্টির তাণ্ডব! ভাসবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা, আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েকদিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পর অবশেষে রোদ ঝলমলে আবহাওয়ার মুখ দেখেছে রাজ্যবাসী। যার জেরে খানিকটা বেড়েছে তাপমাত্রা। আর এই আবহে ফের নিম্নচাপের সংকেত দিল আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে আগামী কাল থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তন হতে দেখা যাবে। এদিকে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে ঢুকছে জলীয় বাষ্প । যার জেরে আদ্রতা জনিত অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয়েছে রাজ্য জুড়ে।

আবহাওয়ার শেষ আপডেট অনুযায়ী এইমুহুর্তে উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। শুধু তাই নয় আগামী ২৪ ঘণ্টায় উত্তর বঙ্গোপসাগরের উপরেও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। যার প্রভাবে পরবর্তী ৪৮ ঘণ্টায় একটি নিম্নচাপ তৈরি হতে পারে। আর তার ফলে আগামী বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতরের শেষ বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বুধবার থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

প্রতিটি জেলার একটি বা দুটি অংশে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় উঠবে। এ কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে কয়েকটি জেলায়।

আরও পড়ুন: ফাঁড়ির সামনেই নাবালিকাকে ওড়না পেঁচিয়ে টেনে নিয়ে গেল ওরা! পশ্চিম মেদিনীপুরে ভয়ঙ্কর ঘটনা

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মতো আগামীকাল উত্তরবঙ্গেও বিশেষ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে উত্তরবঙ্গের প্রায় সব জেলায় যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

পাশাপাশি বৃহস্পতি ও শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে।

Leave a Comment