প্রীতি পোদ্দার, কামারহাটি: ফের SIR আতঙ্ক বাংলায়! ২০০২ এর ভোটার তালিকায় নাম না মেলায় ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন কামারহাটির (Kamarhati) বাসিন্দা বছর ৬৩-র এক প্রৌঢ়! কিন্তু অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও তাঁর অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তি আরজি কর হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, SIR আতঙ্কের জেরে এবং বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ভয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
SIR আতঙ্কে আত্মহত্যার চেষ্টা
পরিবার ও স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, আহত ব্যক্তি অশোক কুমার সরদার পৌরসভার প্রফুল্ল নগর লো ল্যান্ডের দীর্ঘদিনের বাসিন্দা। বছর ৬৩ এই প্রৌঢ় পেশায় একজন রিক্সা চালক। কিন্তু ভোটার তালিকায় দেখা যায় ২০০২ সালে তাঁর নাম নেই। আর তাতেই তিনি আতঙ্কিত হয়ে পড়েন। সারাক্ষণ চিন্তা করতেন, রীতিমত ঘুম খাওয়া উড়ে গিয়েছিল তাঁর। বাড়িতেও নাকি তিনি একাধিকবার বলেছিলেন, আর বেঁচে থাকতে ইচ্ছা করছে না। পরিবারের সদস্যরা তাঁকে একাধিকবার বুঝিয়েছিলেন। কিন্তু কারোর কথা গায়ে মাখেননি তিনি। আর শেষে আত্মহত্যার মত ভয়ংকর এক সিদ্ধান্ত নিয়ে ফেললেন।
আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আরজি কর হাসপাতালে
পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল অর্থাৎ বুধবার সন্ধ্যায় বেলঘরিয়া দমদমের মাঝের সিসিআর ব্রিজের কাছে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন অশোক কুমার সরদার। এরপর ট্রেনের ধাক্কা লেগে গুরুতর আহত অবস্থায় আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই তাঁর চিকিৎসা চলছে। দুর্ঘটনায় আহতদের দুটি পা কাটা গেছে বলে জানিয়েছে পরিবার। আহতের মেয়ে চৈতালি সরকার জানিয়েছে , “ ২০০২ সালের তালিকায় বাবার নাম ছিল না। কিন্তু ঠাকুমার নাম ছিল। এমনকি ঠাকুমার নাম থাকলেও বানান ভুল ছিল। আমি আজকেই সকালে পাড়ার একজনের থেকে ফর্ম ফিল-আপও করি। আমরা ডকুমেন্টস বার করছিলাম। কিন্তু বাবা চিন্তায় ছিল।”
আরও পড়ুন: SIR আবহে ফাঁস হল বিস্ফোরক তথ্য! অনুপ্রবেশকারীর অ্যাকাউন্টে এবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা
প্রসঙ্গত, গতকাল অর্থাৎ বুধবার, SIR-আতঙ্কে আত্মহত্যার ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায়। অভিযোগ, সরকারি নথিতে ভুল থাকায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন ৫৭ বছরের শফিকুল মণ্ডল। SIR হলে দেশ ছাড়তে হবে, এই ভয়ে গত কয়েক দিন ধরে কিছু মুখেই তোলেননি প্রৌঢ়। কাজেও মন দিতে পারেনি, শেষে নিজেকে শেষ করে দিয়েছেন তিনি। বুধবার প্রৌঢ়ের মৃত্যুতে শোরগোল বাদুড়িয়ার যদুরহাটি এলাকায়। এমতাবস্থায় আত্মহত্যার ঘটনায় বিজেপিকে দুষছে তৃণমূল।