ফের রেল দুর্ঘটনা! দুটি মালগাড়ির সংঘর্ষে পাল্টে গেল একাধিক বগি, বাতিল একগাদা ট্রেন

jharkhand train Accident

সহেলি মিত্র, কলকাতা: নতুন মাসের শুরুতেই বিরাট ট্রেন দুর্ঘটনা ঘটে গেল দেশে। দুটি মালবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষের (Jharkhand Train Accident) ঘটনা ঘটেছে। ঘটনার জেরে বাতিল করা হয়েছে বহু ট্রেন। জানা গিয়েছে, আজ শনিবার ঝাড়খণ্ডের সরাইকেলা খারসাওয়ান জেলার চান্ডিল রেলওয়ে স্টেশনের কাছে দুটি পণ্যবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। এই দুর্ঘটনায় কয়েকজন ক্রু সদস্য সামান্য আহত হয়েছেন।

ঝাড়খণ্ডে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা

শেষ পাওয়া খবর অনুযায়ী, উভয় পণ্যবাহী ট্রেনের চালকদের স্থানীয় হাসপাতালে উদ্ধার করে নিয়ে যাওয়া প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। উভয়েরই সামান্য আঘাত লেগেছে। শনিবার ভোর ৪টার দিকে দুটি পণ্যবাহী ট্রেনের সংঘর্ষ হয়।দুর্ঘটনাস্থলটি পিটকি রেলওয়ে গেট এবং চান্দিল স্টেশনের মাঝামাঝি।  এই দুর্ঘটনার ফলে উভয় ট্রেনের অনেকগুলি বগি লাইনচ্যুত হয় এবং রেললাইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন এবং দুর্ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে খবর। ইতিমধ্যেই ট্রেন দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

সূত্রের খবর, যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর সমগ্র আপ এবং ডাউন লাইনের চলাচল বন্ধ হয়ে গেছে। রেলওয়ের পক্ষ থেকে, চান্ডিল-টাটানগর এবং চান্ডিল-বোকারো রুটে সমস্ত যাত্রীবাহী এবং পণ্যবাহী ট্রেনের চলাচল আপাতত বাতিল করা হয়েছে। অনেক ট্রেন বাতিল, ঘুরিয়ে দেওয়া হয়েছে অথবা সংক্ষিপ্ত করা হয়েছে। হেল্পডেস্ক এবং স্টেশন ঘোষণার মাধ্যমে যাত্রীদের অবহিত করা হচ্ছে।

বাতিল বহু ট্রেন

এই ঘটনার কারণে ১০টি ট্রেন বাতিল করা হয়েছে। প্রায় ২০টি ট্রেন প্রভাবিত হয়েছে। টাটানগর থেকে বাতিল করা ট্রেনগুলির মধ্যে রয়েছে শালিমার তাম্বারাম এক্সপ্রেস, বক্সার টাটা এক্সপ্রেস, দুর্গ আরা দক্ষিণ বিহার এক্সপ্রেস, পাটনা টাটা বন্দে ভারত ট্রেন, ভুবনেশ্বর আনন্দ বিহার সাপ্তাহিক ট্রেন, টাটা কাটিহার এবং কাটিহার টাটা, অমৃতসর টাটা, পুরী আনন্দ বিহার ট্রেনগুলি টাটানগরে বাতিল করা হয়েছে। এই সমস্ত ট্রেন বিভিন্ন স্থানে থামানো হয়েছে।

আরও পড়ুনঃ রিটার্ন টিকিটে মিলবে ২০% ছাড়, উৎসবের মরসুমে রাউন্ড ট্রিপ প্যাকেজ ঘোষণা রেলের

এক্সপ্রেস ট্রেন ঘুরিয়ে দেওয়া হয়েছে

একইভাবে ভুবনেশ্বর নয়াদিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস ট্রেনটি ডাইভার্ট করা হয়েছে। চক্রধরপুর গোমোহ মেমু এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে টাটা আরা এক্সপ্রেস ট্রেন। ভুবনেশ্বর নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস ট্রেন ঝাড়সুগুদা রাউরকেলা হাতিয়া হয়ে চালানো হচ্ছে। বাতিল করা হয়েছে টাটা পাটনা বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। বিলাসপুর পাটনা এক্সপ্রেস ট্রেনটি টাটানগর খড়গপুর মেদিনীপুর আদরা এবং আসানসোল হয়ে চালানো হচ্ছে। হাওড়া রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেন খড়্গপুর মেদিনীপুর আদরা রাঁচি হয়ে চালানো হচ্ছে। ঝাড়গ্রাম পুরুলিয়া ঝাড়গ্রাম মেমু ট্রেন, টাটা হাতিয়া মেমু এবং টাটা আসানসোল ট্রেন বাতিল করা হয়েছে।

Leave a Comment