ফের রোহিত, বিরাটকে পেছনে ফেললেন বৈভব সূর্যবংশী

Vaibhav Sooryavanshi surpasses Rohit and Virat

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বুধবার বিজয় হাজারে ট্রফির প্রথম দিনই সফলতা ছুঁয়ে দেখেছেন একাধিক নামি-অনামি ক্রিকেটার। ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকিয়েছেন অনেকেই। তবে একগুচ্ছ শতরানের মাঝে আলোচনার আলোয় ধরা দিয়েছে তিনটি বড় সেঞ্চুরি। মূলত রোহিত শর্মা, বিরাট কোহলি এবং বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) তিন সেঞ্চুরি নিয়েই গতকাল থেকে আলোচনা একেবারে চরমে উঠেছে। আর হবে নাই বা কেন, রোহিত এবং বিরাটের পাশাপাশি এখন ভারতীয় ক্রিকেটের অন্যতম হট টপিক যে বৈভব। তবে সবচেয়ে অবাক করা বিষয়, গতকাল বিজয় হাজারেতে 190 রানের দুর্ধর্ষ ইনিংস খেলার পাশাপাশি রোকোকেও পেছনে ফেলে দিয়েছেন সূর্যবংশী।

রোহিত এবং বিরাটকেও পেছনে ফেলে দিলেন বৈভব

24 ডিসেম্বর, বুধবার দিনটা ছিল বৈভব সূর্যবংশীর। এদিন অরুণাচলের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে নিজের গত কয়েক ব্যর্থতাকে একেবারে ধুয়ে মুছে সাফ করে দিয়েছিলেন বিহারের ভূমিপুত্র। গতকাল অরুণাচলের বোলারদের বারবার বোকা বানিয়ে বাউন্ডারি ওভার বাউন্ডারিতে একেবারে ঝড় তুলেছিলেন বৈভব। এদিন মাত্র 36 বল খেলেই সেঞ্চুরি করে ফেলেন ভারতীয় কিশোর। এরপর 54 বলে 150 রান তুলতেই দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের বহু পুরনো এক রেকর্ড গুঁড়িয়ে দেন সূর্যবংশী।

আরও পড়ুনঃ বিজয় হাজারেতে দাপট দেখিয়ে এবার ভারতীয় দলে জায়গা পাচ্ছেন বৈভব সূর্যবংশী?

তবে অনেকেই হয়তো জানেন না, প্রাক্তন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারের রেকর্ড ভাঙার পাশাপাশি বুধবার ভারতীয় মহাতারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলিকেও পেছনে ফেলে দিয়েছিলেন তিনি। না বললেই নয়, এদিন মাত্র 84 বলে খেলেই 190 রান করেন বৈভব। ব্যাট হাতে 16টি চার এবং 15টি ছক্কা হাঁকিয়ে নিজের ইনিংস সাজিয়ে নেন তিনি। মজার বিষয়, এদিন ডবল সেঞ্চুরি হাত ফসকালেও বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি নিরিখে রোহিত এবং কোহলিকে টপকে গেলেন তিনি।

অবশ্যই পড়ুন: কম্বোডিয়া সীমান্তে বিরাট বিষ্ণু মূর্তি জেসিবি দিয়ে গুঁড়িয়ে দিল থাই সেনা! কড়া প্রতিক্রিয়া ভারতের

বলাই বাহুল্য, গতকাল আলাদা আলাদাভাবে দুই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন রোহিত এবং বিরাট। একদিকে মুম্বইয়ের হয়ে সিকিম দলের বিরুদ্ধে খেলতে নেমে 94 বলে 155 রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন রোহিত। বুধবার তাঁর ব্যাট থেকে 18টি চার এবং 9টি ছয় উপহার পেয়েছে দল। অন্যদিকে দিল্লির হয়ে 131 রানের ইনিংস খেলতে গিয়ে 14টি চার এবং তিনটি ছয় মারেন বিরাট। আর এখানেই রয়েছে টুইস্ট। এদিন চার এবং ছয় মিলিয়ে রোহিত মোট 27টি বাউন্ডারি ছুঁয়েছিলেন। কোহলি সেখানে ছয় এবং চার মিলিয়ে 17টি বাউন্ডারি মারেন। তবে বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি অর্থাৎ 16টি চার ও 15টি ছয় দিয়ে চৌকা ও ছক্কা মিলিয়ে 31 সংখ্যা ছুঁয়ে দুই মহাতারকাকেও টপকে গেলেন বিহারের ভূমিপুত্র।

Leave a Comment