প্রীতি পোদ্দার, কলকাতা: নিম্নচাপের (West Bengal Weather Update) প্রভাবে গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয় চলেছে। কিন্তু ভরা বৃষ্টি হলেও ভ্যাপসা গরম কিছুতেই কমছে না। অস্বস্তিকর আবহাওয়া চারিদিকে যেন গুম মেরে রয়েছে। তবে বৃষ্টি এখানেই শেষ নয়, আগামীকাল থেকেই রাজ্যে বৃষ্টিপাত বাড়তে চলেছে। ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করেছে হাওয়া দফতর।
অক্ষরেখার প্রভাবে ফের বৃষ্টির রাজ্যে!
আবহাওয়া দফতরের তরফে জানা গিয়েছে, এইমুহুর্তে দুটি নিম্নচাপের হদিশ পাওয়া গিয়েছে। যার মধ্যে বিহারে অবস্থানরত নিম্নচাপটি ক্রমশ শক্তি হারাচ্ছে এবং ধীরে ধীরে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আর তার সঙ্গে দুটি অক্ষরেখা যুক্ত রয়েছে। যার মধ্যে একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা পাকিস্তান থেকে শুরু হয়ে মধ্যপ্রদেশ হয়ে বিহারের নিম্নচাপ অঞ্চল অতিক্রম করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও অসম পর্যন্ত বিস্তৃত। যার দরুন আগামী সপ্তাহে উত্তর বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে চলেছে। একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
হাওয়া অফিসের তরফ থেকে জানা গিয়েছে আগামীকাল অর্থাৎ রবিবার থেকেই আবহাওয়ার বিপুল পরিবর্তন হতে চলেছে। এদিন বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর ২৪ পরগনা, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে কলকাতা, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, নদিয়া, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রামে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তৈরী হয়েছে।
তবে শুধু বৃষ্টি নয়, এর পাশাপাশি ৪০ থেকে ৫০ কিমি গতিবেগে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে প্রবল। সোমবারের চিত্রও প্রায় একই রকম থাকবে। নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঝড়ের গতি ৫০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে, কলকাতাসহ অন্যান্য জেলায়। থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি।
মঙ্গলবার বীরভূম, মুর্শিদাবাদে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। এছাড়াও বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বুধবার থেকে টানা ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন: জুনের শেষ সপ্তাহে লটারি কেটে কোটিপতি হবেন এই ৭ রাশির ব্যক্তিরা!
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
আজ থেকেই উত্তরবঙ্গে বৃষ্টির বাড়বাড়ন্ত দেখা যাবে। মঙ্গলবার পর্যন্ত চলবে এই পরিস্থিতি। আগামীকাল অর্থাৎ রবিবার, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাগুলিতে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও মালদাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।সোমবার থেকে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃ্ষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির জেরে ভূমি ধসের সম্ভাবনা রয়েছে বলে অনেকেই মনে করছে।