সহেলি মিত্র, কলকাতাঃ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন সিস্টেম। আর এর দৌলতে ফের একবার বাংলায় শীত ঢোকার ক্ষেত্রে ব্রেক লাগতে চলেছে। একদিকে যখন ঘন কুয়াশা, তাপমাত্রা পতনের জেরে খুশি হয়ে গিয়েছিলেন শীতপ্রেমীরা, সেখানে নতুন করে পারদ বৃদ্ধির খবর শোনাল আলিপুর আবহাওয়া অফিস। আজ শুক্রবার থেকে আগামী দু’দিন অবধি বাংলার পারদ ঊর্ধ্বমুখী থাকবে বলে খবর। যদিও ব্যতিক্রমী থাকবে কিছু জেলা। বাংলায় এমন কিছু জেলা রয়েছে যেখানকার তাপমাত্রা আজ ১২-র ঘরে থাকবে। এদিকে শীত থাকবে কলকাতাতেও। চলুন আরও বিশদে জেনে নেবেন ঝটপট।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ পুরুলিয়া, নদীয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ঠান্ডা থাকবে। তাপমাত্রা থাকবে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এছাড়াও আইএমডি কলকাতায় সকালের কুয়াশার পূর্বাভাস দিয়েছে এবং শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৭ ডিগ্রি সেলসিয়াস থাকবে বলে জানানো হয়েছে।
আবহাওয়া বিভাগের মতে, আগামী কয়েকদিন ধরে ঠান্ডার তীব্রতা অব্যাহত থাকার সম্ভাবনা ছিল, যদিও গভীর সমুদ্রে দুটি সিস্টেম সক্রিয় থাকার কারণে এই তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। নিকোবর দ্বীপপুঞ্জ থেকে প্রায় ৮৭০ কিলোমিটার দূরে সুমাত্রার কাছে মালাক্কা প্রণালীর উপর একটি নিম্নচাপ অবস্থান করছে এবং শ্রীলঙ্কার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর আরেকটি নিম্নচাপ অবস্থান করছে। উভয়ই তীব্রতর হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে, আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন যে ভারতীয় উপকূলরেখার কাছে তাদের গতিবিধি এখনও অনিশ্চিত।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। শুক্রবার শীতের দাপট থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। দার্জিলিং-এর সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বাকি জেলাগুলির তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রির ঘরে থাকবে। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হলেও অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন তামিলনাড়ু উপকূলমুখী হবার কারণে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে নভেম্বরের একেবারে শেষের দিকে নিম্নচাপের কিছু মেঘ প্রবেশ করে আকাশ মেঘাচ্ছন্ন করাতে পারে। ঠান্ডাও থাকবে।
এদিকে ডিসেম্বর মাসে হাওড়ায় হাড়কাঁপানো ঠান্ডার পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। হাওড়ার কালিম্পং হিসেবে পরিচিত উদয়নারায়ণপুরে আগামী ৫ থেকে ১১ই ডিসেম্বরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যাবে ৮ থেকে ১২° সে এর আশেপাশে। ভীষণ ঠাণ্ডা ও বিক্ষিপ্তভাবে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।