ফের স্থগিত হল WBJEE 2025 পরীক্ষার ফল প্রকাশ! কবে বেরোবে রেজাল্ট?

WBJEE 2025 Result

সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ এক মাসের আইনি অনিশ্চয়তার পর পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড আজ অর্থাৎ 7 আগস্ট WBJEE 2025 পরীক্ষার ফলাফল (WBJEE 2025 Result) প্রকাশ করবে বলে জানিয়েছিল। হ্যাঁ, প্রায় এক লক্ষেরও বেশি পরীক্ষার্থীর জন্য এই দিনটি ছিল প্রতীক্ষার অবসান। তবে থেকে যাচ্ছে সংশয়! আদৌ কি আজ ফল প্রকাশিত হবে?

আসলে এ বছরের এই পরীক্ষাটির প্রথম থেকেই বিতর্ক এবং আইনি সমস্যায় জর্জরিত ছিল। মূল বিতর্ক ছিল রাজ্যের নতুন করে নির্ধারিত অনগ্রসর শ্রেণীর (OBC) তালিকা। এর ফলে মেধা তালিকা প্রকাশ করতে বাধা সৃষ্টি হয়। কিন্তু শোনা যাচ্ছে বোর্ড নাকি আজ ফল প্রকাশ করবে না। আবারও কিছুটা বিলম্ব হবে।

কী হয়েছিল আগে?

জানিয়ে রাখি, 2024 সালের মে মাসে কলকাতা হাইকোর্ট 77টি সম্প্রদায়কে ওবিসি তালিকা থেকে বাদ দিয়েছিল। সেই সিদ্ধান্তের পর পুনরায় আপিল করা হলে 17 জুন হাইকোর্ট এক অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে। ফলে মেধা তালিকার প্রস্তুতির প্রক্রিয়ায় আরো বাধা সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক হয় 28 জুলাই, যখন সুপ্রিম কোর্ট হাইকোর্টের আদেশকে স্থগিতাদেশ দেয়। এরপর বোর্ড 31 জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত তিন দিনের জন্য পুনরায় পোর্টাল খোলে। আর সেখানে পরীক্ষার্থীদের কাস্ট সার্টিফিকেট আপলোড ও সংশোধন করতে বলা হয়।

তবে আজ 7 আগস্ট বোর্ড অফিসিয়ালি ফল প্রকাশ করবে বলে জানিয়েছিল। এমনকি পরীক্ষার্থীরা wbjeeb.nic.in সাইটে লগইন করে নিজেদের র‍্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবে বলেই জানানো হয়েছিল। আর এই ফলাফলে থাকবে General Merit Rank (GMR) এবং Pharmacy Merit Rank (PMR), যা কাউন্সেলিং প্রক্রিয়ার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। তবে শোনা যাচ্ছে, আজ এই ফল প্রকাশ হবে না। অর্থাৎ, বোর্ড আপাতত কিছুটা বিলম্ব করছে।

কাউন্সেলিং কবে হবে?

এদিকে ফল প্রকাশের পরপরই WBJEEB খুব শীঘ্র কাউন্সেলিং সিডিউল প্রকাশ করবে। আর এতে অনলাইন রেজিস্ট্রেশন, পছন্দ মতো কলেজ নির্বাচন, সিট বরাদ্দ বা ভর্তি প্রক্রিয়ার নির্দিষ্ট সময়সূচি থাকবে। তবে কাউন্সেলিং এর অংশগ্রহণ করার জন্য শিক্ষার্থীদের অবশ্যই র‍্যাঙ্ক কার্ড সংরক্ষণ করে রাখতে হবে। 

রেজাল্ট কীভাবে দেখবেন?

WBJEE 2025 পরীক্ষার রেজাল্ট দেখার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—

  • প্রথমে wbjeeb.nic.in ওয়েবসাইটে যেতে হবে।
  • এরপর হোমপেজে WBJEE 2025 Result লিঙ্কে ক্লিক করতে হবে।
  • এরপর অ্যাডমিট কার্ড অথবা হল টিকিটের নম্বরটিকে ইনপুট করতে হবে।
  • এরপর সাবমিট অপশনে ক্লিক করলেই রেজাল্ট দেখতে পাবেন।
  • তারপর র‍্যাঙ্ক কার্ডটিকে ডাউনলোড করে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখতে হবে।

আরও পড়ুনঃ অশ্লীল ভিডিও কাণ্ডে মহা শোরগোল! দিলীপ ঘোষের অভিযোগে পদক্ষেপ নেবে লালবাজার

তবে হ্যাঁ, বোর্ড জানিয়েছে ফল প্রকাশের জন্য সমস্ত প্রস্তুতি শেষ এবং আজই ফল প্রকাশ হবে। তবে কিছু কিছু মিডিয়ার রিপোর্ট ইঙ্গিত দিচ্ছে, যে আজ ফল প্রকাশিত হবে না। যদিও WBJEEB এখনো এ বিষয়ে অফিসিয়াল ভাবে কিছু জানায়নি। শুধু এখন সময়ের অপেক্ষা।

Leave a Comment