সৌভিক মুখার্জী, কলকাতা: অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এবার বিরাট সুখবর। কারণ, জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড iQOO তাদের পুরনো ও নতুন ডিভাইসগুলোতে এবার নতুন প্রজন্মের OriginOS 6 আপডেট (iQOO Neo 7 Pro OriginOS 6) নিয়ে আসছে। আর এটি সম্পূর্ণ Android 16 এর উপর ভিত্তি করেই চলবে।
উল্লেখ্য, আগে জানা গিয়েছিল যে, iQOO 13 ও iQOO 12 হবে এই আপডেট পাওয়া প্রথম দুটি ফোন। তবে কোম্পানির সিইও স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, আরও দুটি মডেল iQOO Neo 7 ও iQOO Neo 7 Pro-কেও এবার এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
We heard you!
iQOO Neo 7 and Neo 7 Pro are officially joining the #OriginOS6 rollout lineup — arriving in the first half of 2026.#iQOO #OriginOS #Android16 #SmoothAtOrigin https://t.co/y3f6V9kA82— Nipun Marya (@nipunmarya) November 6, 2025
কবে আসছে এই নতুন আপডেট?
সম্প্রতি Vivo এবং iQOO এর তরফ থেকে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের নভেম্বর মাসেই iQOO 13, iQOO 12 ফোনদুটিতে এই আপডেট আসবে। আর ডিসেম্বর মাসে iQOO Neo 10, iQOO Neo 10R, iQOO Neo 9 Pro ফোনগুলিতে এই আপডেট দেওয়া হতে পারে। কিন্তু হ্যাঁ, 2026 সালের প্রথমার্ধে iQOO এর বাদবাকি ফোনগুলির প্রত্যেকটিতেই এই আপডেট পাওয়া যাবে। তালিকায় রয়েছে iQOO Neo 7, iQOO Neo 7 Pro, iQOO 11, iQOO Z10 5G, iQOO Z10R 5G, iQOO Z10x 5G, iQOO Z9 5G, iQOO Z9s Pro 5G, iQOO Z9s 5G। এছাড়া Neo 7 সিরিজের ব্যবহারকারীরা 2026 সালের মাঝামাঝি Android 16 ভিত্তিক OriginOS 6 আপডেট পেতে চলেছে।
বলাবাহুল্য, iQOO Neo 7 ও Neo 7 Pro ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছিল Android 13 ভিত্তিক Funtouch OS 13 এর সঙ্গে। তখন কোম্পানি জানিয়েছিল যে, এই সিরিজের জন্য শুধুমাত্র দুটি বড় আন্ড্রয়েড আপডেট দেওয়া হবে। তবে তৃতীয় আপডেট OriginOS 6 পেতে চলেছে এই ডিভাইস। ফলত এখন দেখা যাচ্ছে, iQOO তাদের পুরনো ফোনগুলোতেও দীর্ঘমেয়াদি সফটওয়্যার আপডেট দিতে আগ্রহী।
কী নতুনত্ব থাকবে এই OriginOS 6 আপডেটে?
প্রসঙ্গত, OriginOS 6 শুধুমাত্র ডিজাইনের দিক থেকে নয়, বরং পারফরমেন্স, ফিচার ও ব্যাটারি অপটিমাইজেশনের ক্ষেত্রেও বিরাট ভূমিকা রাখবে। Vivo এবং iQOO এর তরফ থেকে জানানো হয়েছে যে, OriginOS 6 আপডেটে থাকবে নতুন এআই ভিত্তিক ইউজার ইন্টারফেস, উন্নত গেমিং পারফরমেন্স, দ্রুত সিস্টেম আপডেট আর ব্যাটারি এফিসিয়েন্সি এবং নতুন কাস্টমাইজেশন অপশন। .
আরও পড়ুনঃ অঙ্কে স্নাতক হয়েও ‘দাগি’র তালিকায় ভাইয়ের নাম! SSC-র বিরুদ্ধে মামলা শালবনির বিধায়কের
কীভাবে ইন্সটল করবেন OriginOS 6 আপডেট?
যারা এই আপডেটের জন্য এতদিন অপেক্ষা করছিলেন, তাদের নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—
- প্রথমে আপনার ফোনে থাকা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে ব্যাকআপ করে নিতে হবে।
- এবার ফোনে ওয়াইফাই সংযোগ রেখে ব্যাটারি 50 শতাংশ বা তার বেশি রাখতে হবে।
- এবার ফোনের সেটিংসে গিয়ে সিস্টেম, তারপর সফটওয়্যার আপডেট অপশনে যেতে হবে।
- সেখানে চেক করুন, যদি OriginOS 6 / Android 16 আপডেট দেখায়, তাহলে অবশ্যই “Download & Install” ট্যাবে ক্লিক করতে হবে।
- এরপর ডাউনলোড হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবেই ফোনটি রিবুট হয়ে আপডেট চালু হয়ে যাবে।
- তবে রিবুটের পর সফটওয়্যার আপডেট সেকশনে গিয়ে নিশ্চিত করুন যে, আপডেটটি সম্পূর্ণ হয়েছে কিনা।